প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): মা ফেরিতে থাকতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফেরি ঘাটে ভিড়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এসময় সেও ব্যাগ হাতে নেমে আসে। পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে। লোকজন নেমে গেলে ফেরির ডেকে পড়ে থাকতে দেখে মায়ের নিথর দেহ।
বাংলাবাজার ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর কান্নারত অবস্থায় বিলাপ করে এসব বলছিল নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪)।
ফেরির অপর যাত্রী আমির হোসেন বলেন, ‘ফেরিতে প্রচুর ভিড়। ফেরির ডেকে বেশিরভাগ যাত্রী গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল। দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে ফেরি বাংলাবাজার ঘাটে ভিড়ার আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। লোকজনের ভিড়ে আমরা প্রায় শ্বাস নিতে পারছিলাম না। তার ওপর রোদের কড়া তাপ। অনেকেই পানির জন্য চেঁচামেচি করছিল।'আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপে প্রাণ হারান পাঁচ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে আছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার নিপা আক্তার (৩৪) ও আনছার মাতবর (১২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ সকালের দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরী বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এর আগে অন্য একটি ফেরি থেকে নামার সময় যাত্র্রীদের চাপে প্রাণ হারায় আনছার মাতবর।
ঘাট সূত্রে জানা গেছে, আনছারের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। আনছার নড়িয়ার কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে।
আরও পড়ুন:
শিবচর (মাদারীপুর): মা ফেরিতে থাকতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফেরি ঘাটে ভিড়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এসময় সেও ব্যাগ হাতে নেমে আসে। পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে। লোকজন নেমে গেলে ফেরির ডেকে পড়ে থাকতে দেখে মায়ের নিথর দেহ।
বাংলাবাজার ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর কান্নারত অবস্থায় বিলাপ করে এসব বলছিল নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪)।
ফেরির অপর যাত্রী আমির হোসেন বলেন, ‘ফেরিতে প্রচুর ভিড়। ফেরির ডেকে বেশিরভাগ যাত্রী গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল। দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে ফেরি বাংলাবাজার ঘাটে ভিড়ার আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। লোকজনের ভিড়ে আমরা প্রায় শ্বাস নিতে পারছিলাম না। তার ওপর রোদের কড়া তাপ। অনেকেই পানির জন্য চেঁচামেচি করছিল।'আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপে প্রাণ হারান পাঁচ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে আছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার নিপা আক্তার (৩৪) ও আনছার মাতবর (১২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ সকালের দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরী বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এর আগে অন্য একটি ফেরি থেকে নামার সময় যাত্র্রীদের চাপে প্রাণ হারায় আনছার মাতবর।
ঘাট সূত্রে জানা গেছে, আনছারের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। আনছার নড়িয়ার কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে