ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর)
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তিনি। তবে ছোটবেলা থেকেই কৃষির প্রতি প্রবল ঝোঁক। শখের বশেই বরই চাষ শুরু করেন। ফলন আসার দ্বিতীয় বছরেই ভালো লাভের মুখ দেখেছেন এই শিক্ষক।
মাদারীপুর জেলার শিবচরের এই স্কুলশিক্ষকের নাম মো. জসিম মাদবর। বহেরাতলা ইউনিয়নের সোনাখারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এখন।
জসিম মাদবর বলেন, ‘করোনাকালে অবসর সময়ে ইউটিউবে বরই চাষ দেখেই মাথায় আইডিয়া আসে। পরে চুয়াডাঙ্গায় গিয়ে প্রশিক্ষণ নিই বরই চাষের ওপর।’
জসিম মাদবর প্রথমে কয়েকজন সহকর্মীর সঙ্গে শুরু করেন বরই চাষ। এরপর জমি কিনে নিজেই চাষে নামেন। দুই বছরের মধ্যেই তাঁর খেতে প্রচুর ফলন হয়। স্বাদে মিষ্টি হওয়ায় বাজারে চাহিদাও বেশি তাঁর বরইয়ের। প্রবল আগ্রহ আর পরিশ্রম করার মানসিকতাই তাকে সফলতা এনে দিয়েছে বলে তিনি জানান।
যাদুয়ারচর এলাকায় জসিম মাদবরের বাগানে গিয়ে দেখা গেছে, নিজের এক আত্মীয়কে নিয়ে গাছ থেকে বরই পাড়ছেন। বাজারে বিক্রির উপযোগী বরই সংগ্রহ করছেন ঘুরে ঘুরে। প্রায় প্রতিদিনই বিক্রি উপযোগী বরই সংগ্রহ করা যায় গাছ থেকে।
জসিম মাদবর বলেন, ‘বাজারে থাকা অন্যান্য বরইয়ের চেয়ে আমার বাগানের বরই স্বাদে মিষ্টি থাকায় চাহিদা বেশি। দোকানিরা অগ্রিম টাকা দেন বরই কিনতে। তা ছাড়া খুচরা ক্রেতারাও বরই কিনে নেন। এমনকি প্রবাসে থাকা আত্মীয়স্বজনের জন্যও অনেকে আসেন বরই কিনতে। সরাসরি বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যান বরই। ভালো ফলন হওয়া এবং বাজারে চাহিদা থাকায় খুশি শখের এই কৃষক। চাষাবাদ নিয়ে আরও বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনাও।’
আলাপচারিতার সময় তিনি বলেন, ‘বাড়ির কাছেই ৭১ শতাংশ কৃষিজমি কিনি বরই চাষের জন্য। দুই বছর আগে প্রথমে এককভাবে চাষাবাদ শুরু করি। বাগানে চার শতাধিক বরইগাছ লাগাই। বল সুন্দরী, ভারত সুন্দরী এবং আগাম টক নামের তিন জাতের বরইগাছ রয়েছে বাগানে।’
মো. জসিম মাদবর বলেন, ‘চলতি মৌসুমে আমার বাগানে প্রথম ফলন আসে “ভারত সুন্দরী” নামের বরইয়ের। বাজারে প্রথম দিকে আমি প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি শুরু করি। এরপর ৮০ এবং এখন ৭০ টাকা করে কেজি বিক্রি করছি “ভারত সুন্দরী” বরই। এখন “বল সুন্দরী” বিক্রির উপযোগী হয়েছে। বাজারে বল সুন্দরী বরইয়ের দাম ৮০ টাকা কেজি। আমার ৪০০ গাছ থেকে ইতিমধ্যে ১০০ মণ বরই বিক্রি করেছি।’
জসিম মাদবর বলেন, ‘জমি প্রস্তুত থেকে শুরু করে গাছে ফলন আসা পর্যন্ত দেড় লাখ টাকা খরচ হয়েছে তাঁর। বরই বিক্রি করে আড়াই লাখ টাকার মতো পেয়েছেন। এখনো গাছে প্রচুর বরই আছে। প্রায় প্রতিদিনই বিক্রি করছি।’
তিনি বলেন, ‘যারা পেশাদার চাষি, তাঁরা হরমোন বা নানা ধরনের রাসায়নিক ব্যবহার করেন দ্রুত ফলন আসার জন্য। ফলন আসার পর জমিতে সেচের ব্যবস্থা রাখেন। এতে বরই বড় এবং রসালো হয়, তবে মিষ্টভাব কম থাকে। এ ক্ষেত্রে আমার বরই সম্পূর্ণ আলাদা। সঠিক সময়ে ফলন আসা, কোনো রকম রাসায়নিক ব্যবহার না করা এবং ফলন আসার পর আমি সেচ বন্ধ রাখি। এতে স্বাভাবিক নিয়মেই বরই বড় হতে থাকে। এ কারণেই বরই মিষ্টি হয়েছে। আমার বরই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হওয়া।’
বেকার যুবকদের রবই চাষসহ যেকোনো চাষাবাদে আগ্রহী হওয়ার পরামর্শ দেন তিনি। অনেকেই তাঁর কাছ থেকে চারা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। যাঁরা ছাদবাগান করেন, তাঁরাও ছাদে গাছ লাগানোর জন্য চারার অর্ডার দিয়েছেন। মার্চ-এপ্রিলে গাছ লাগানো হয়।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে আপেল কুল, কাশ্মীরি কুলসহ নানা জাতের বরই চাষ হচ্ছে। এখানে বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে। আমরা এসব চাষির নিয়মিত পরামর্শ দিচ্ছি। ব্যক্তিগতভাবে অনেকেই বরই চাষে ঝুঁকছেন। বাণিজ্যিকভাবে অনেকেই বরইবাগান শুরু করেছেন শিবচরের বিভিন্ন স্থানে।’
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তিনি। তবে ছোটবেলা থেকেই কৃষির প্রতি প্রবল ঝোঁক। শখের বশেই বরই চাষ শুরু করেন। ফলন আসার দ্বিতীয় বছরেই ভালো লাভের মুখ দেখেছেন এই শিক্ষক।
মাদারীপুর জেলার শিবচরের এই স্কুলশিক্ষকের নাম মো. জসিম মাদবর। বহেরাতলা ইউনিয়নের সোনাখারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এখন।
জসিম মাদবর বলেন, ‘করোনাকালে অবসর সময়ে ইউটিউবে বরই চাষ দেখেই মাথায় আইডিয়া আসে। পরে চুয়াডাঙ্গায় গিয়ে প্রশিক্ষণ নিই বরই চাষের ওপর।’
জসিম মাদবর প্রথমে কয়েকজন সহকর্মীর সঙ্গে শুরু করেন বরই চাষ। এরপর জমি কিনে নিজেই চাষে নামেন। দুই বছরের মধ্যেই তাঁর খেতে প্রচুর ফলন হয়। স্বাদে মিষ্টি হওয়ায় বাজারে চাহিদাও বেশি তাঁর বরইয়ের। প্রবল আগ্রহ আর পরিশ্রম করার মানসিকতাই তাকে সফলতা এনে দিয়েছে বলে তিনি জানান।
যাদুয়ারচর এলাকায় জসিম মাদবরের বাগানে গিয়ে দেখা গেছে, নিজের এক আত্মীয়কে নিয়ে গাছ থেকে বরই পাড়ছেন। বাজারে বিক্রির উপযোগী বরই সংগ্রহ করছেন ঘুরে ঘুরে। প্রায় প্রতিদিনই বিক্রি উপযোগী বরই সংগ্রহ করা যায় গাছ থেকে।
জসিম মাদবর বলেন, ‘বাজারে থাকা অন্যান্য বরইয়ের চেয়ে আমার বাগানের বরই স্বাদে মিষ্টি থাকায় চাহিদা বেশি। দোকানিরা অগ্রিম টাকা দেন বরই কিনতে। তা ছাড়া খুচরা ক্রেতারাও বরই কিনে নেন। এমনকি প্রবাসে থাকা আত্মীয়স্বজনের জন্যও অনেকে আসেন বরই কিনতে। সরাসরি বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যান বরই। ভালো ফলন হওয়া এবং বাজারে চাহিদা থাকায় খুশি শখের এই কৃষক। চাষাবাদ নিয়ে আরও বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনাও।’
আলাপচারিতার সময় তিনি বলেন, ‘বাড়ির কাছেই ৭১ শতাংশ কৃষিজমি কিনি বরই চাষের জন্য। দুই বছর আগে প্রথমে এককভাবে চাষাবাদ শুরু করি। বাগানে চার শতাধিক বরইগাছ লাগাই। বল সুন্দরী, ভারত সুন্দরী এবং আগাম টক নামের তিন জাতের বরইগাছ রয়েছে বাগানে।’
মো. জসিম মাদবর বলেন, ‘চলতি মৌসুমে আমার বাগানে প্রথম ফলন আসে “ভারত সুন্দরী” নামের বরইয়ের। বাজারে প্রথম দিকে আমি প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি শুরু করি। এরপর ৮০ এবং এখন ৭০ টাকা করে কেজি বিক্রি করছি “ভারত সুন্দরী” বরই। এখন “বল সুন্দরী” বিক্রির উপযোগী হয়েছে। বাজারে বল সুন্দরী বরইয়ের দাম ৮০ টাকা কেজি। আমার ৪০০ গাছ থেকে ইতিমধ্যে ১০০ মণ বরই বিক্রি করেছি।’
জসিম মাদবর বলেন, ‘জমি প্রস্তুত থেকে শুরু করে গাছে ফলন আসা পর্যন্ত দেড় লাখ টাকা খরচ হয়েছে তাঁর। বরই বিক্রি করে আড়াই লাখ টাকার মতো পেয়েছেন। এখনো গাছে প্রচুর বরই আছে। প্রায় প্রতিদিনই বিক্রি করছি।’
তিনি বলেন, ‘যারা পেশাদার চাষি, তাঁরা হরমোন বা নানা ধরনের রাসায়নিক ব্যবহার করেন দ্রুত ফলন আসার জন্য। ফলন আসার পর জমিতে সেচের ব্যবস্থা রাখেন। এতে বরই বড় এবং রসালো হয়, তবে মিষ্টভাব কম থাকে। এ ক্ষেত্রে আমার বরই সম্পূর্ণ আলাদা। সঠিক সময়ে ফলন আসা, কোনো রকম রাসায়নিক ব্যবহার না করা এবং ফলন আসার পর আমি সেচ বন্ধ রাখি। এতে স্বাভাবিক নিয়মেই বরই বড় হতে থাকে। এ কারণেই বরই মিষ্টি হয়েছে। আমার বরই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হওয়া।’
বেকার যুবকদের রবই চাষসহ যেকোনো চাষাবাদে আগ্রহী হওয়ার পরামর্শ দেন তিনি। অনেকেই তাঁর কাছ থেকে চারা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। যাঁরা ছাদবাগান করেন, তাঁরাও ছাদে গাছ লাগানোর জন্য চারার অর্ডার দিয়েছেন। মার্চ-এপ্রিলে গাছ লাগানো হয়।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে আপেল কুল, কাশ্মীরি কুলসহ নানা জাতের বরই চাষ হচ্ছে। এখানে বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে। আমরা এসব চাষির নিয়মিত পরামর্শ দিচ্ছি। ব্যক্তিগতভাবে অনেকেই বরই চাষে ঝুঁকছেন। বাণিজ্যিকভাবে অনেকেই বরইবাগান শুরু করেছেন শিবচরের বিভিন্ন স্থানে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে