শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। গতকাল বুধবার সকাল থেকেই যানবাহন চলাচল শুরু করলেও আজ বৃহস্পতিবার মহাসড়কে যাত্রী চলাচল বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে দূরপাল্লার বাসসহ নানা ধরনের যানবাহন। এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের ভিড়ও দেখা গেছে।
এর আগে গত শনিবার থেকে কারফিউ থাকার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে একেবারেই যানবাহন শূন্য হয়ে পড়ে। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার পরিবহন বন্ধ থাকে। এ ছাড়া লোকাল বাস চলাচলও বন্ধ ছিল। অবশ্য গত বুধবার থেকেই শাটডাউনের কারণে যান চলাচল ছিল একেবারেই কম।
এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনসহ ঢাকা-ভাঙ্গা লোকাল বাস চলাচল করছে। শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়াও ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়ও দেখা গেছে বাসস্টপেজে।
ঢাকাগামী যাত্রী মো.আউয়াল হোসেন বলেন, ‘এত দিন ঢাকা যাওয়া হয়নি। এখন পরিবেশ বেশ স্বাভাবিক। যানবাহনও পর্যাপ্ত চলাচল করছে। তাই ঢাকা যাচ্ছি। কাজ সেরে আবার বিকেলে ফিরে আসব।’
ঢাকাগামী একটি বাসের চালক মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ যাত্রীদের বেশ চাপ রয়েছে। বাসের সকল সিটই আজ ফিলাপ হয়ে যাচ্ছে যাত্রীতে। পথে কোনো সমস্যা হচ্ছে না।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার থেকেই এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে এটা বেশ স্বাভাবিক। দূরপাল্লার পরিবহনও যাওয়া-আসা করছে। যাত্রীদেরও ভিড় রয়েছে। হাইওয়ে পুলিশ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সড়কে পরিবহনসহ সব ধরনের গাড়ির বেশ চাপ দেখা যাচ্ছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। গতকাল বুধবার সকাল থেকেই যানবাহন চলাচল শুরু করলেও আজ বৃহস্পতিবার মহাসড়কে যাত্রী চলাচল বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে দূরপাল্লার বাসসহ নানা ধরনের যানবাহন। এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের ভিড়ও দেখা গেছে।
এর আগে গত শনিবার থেকে কারফিউ থাকার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে একেবারেই যানবাহন শূন্য হয়ে পড়ে। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার পরিবহন বন্ধ থাকে। এ ছাড়া লোকাল বাস চলাচলও বন্ধ ছিল। অবশ্য গত বুধবার থেকেই শাটডাউনের কারণে যান চলাচল ছিল একেবারেই কম।
এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনসহ ঢাকা-ভাঙ্গা লোকাল বাস চলাচল করছে। শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়াও ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়ও দেখা গেছে বাসস্টপেজে।
ঢাকাগামী যাত্রী মো.আউয়াল হোসেন বলেন, ‘এত দিন ঢাকা যাওয়া হয়নি। এখন পরিবেশ বেশ স্বাভাবিক। যানবাহনও পর্যাপ্ত চলাচল করছে। তাই ঢাকা যাচ্ছি। কাজ সেরে আবার বিকেলে ফিরে আসব।’
ঢাকাগামী একটি বাসের চালক মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ যাত্রীদের বেশ চাপ রয়েছে। বাসের সকল সিটই আজ ফিলাপ হয়ে যাচ্ছে যাত্রীতে। পথে কোনো সমস্যা হচ্ছে না।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার থেকেই এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে এটা বেশ স্বাভাবিক। দূরপাল্লার পরিবহনও যাওয়া-আসা করছে। যাত্রীদেরও ভিড় রয়েছে। হাইওয়ে পুলিশ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সড়কে পরিবহনসহ সব ধরনের গাড়ির বেশ চাপ দেখা যাচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে