শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) বাড়ি শিবচরের দত্তপাড়ায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর শেষে ঢাকায় ফেরার পথে শিবচরের দত্তপাড়ায় যান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে নিক্সন চৌধুরীর বাড়িতে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। পরে রাত ১০টার দিক ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে রাত সাড়ে ১০টার দিক সড়কপথে পদ্মা সেতু হয়ে ঢাকায় রওনা দেন তিনি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে সাজানো হয় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। নির্মাণ করা হয় তোরণ। শুধু তাই নয়, শিবচরের আশপাশের এলাকা, এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী গভীর রাত পর্যন্ত অবস্থান নেন। নেতা-কর্মীদের হাতে ছিল প্লাকার্ড ও ফেস্টুন।
এ বিষয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা দেন। সার্বক্ষণিক পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) বাড়ি শিবচরের দত্তপাড়ায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর শেষে ঢাকায় ফেরার পথে শিবচরের দত্তপাড়ায় যান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে নিক্সন চৌধুরীর বাড়িতে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। পরে রাত ১০টার দিক ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে রাত সাড়ে ১০টার দিক সড়কপথে পদ্মা সেতু হয়ে ঢাকায় রওনা দেন তিনি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে সাজানো হয় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। নির্মাণ করা হয় তোরণ। শুধু তাই নয়, শিবচরের আশপাশের এলাকা, এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী গভীর রাত পর্যন্ত অবস্থান নেন। নেতা-কর্মীদের হাতে ছিল প্লাকার্ড ও ফেস্টুন।
এ বিষয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা দেন। সার্বক্ষণিক পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫