সৌগত বসু, ঢাকা
ফজলে করিমের বয়স ৮৪ বছর। জন্মের পর বাবার ভিটাবাড়ি দেখলেও পরে জেনেছেন এগুলো সব সরকারের খাসজমি বা অন্য কারও। কালের বিবর্তনে সেগুলো আর কখনো নিজের করতে পারেননি। তবে ৮৪ বছর পরে এসে নিজের নামে এখন তাঁর দুই শতাংশ জমিতে বাড়ি আছে।
আর এটা সম্ভব হয়েছে আশ্রয়ণ প্রকল্পের জন্য। জেলার চার উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর হবে মোট ১ হাজার ২৮২টি। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৮৭৫টি, পাটগ্রাম ৯৯, হাতীবান্ধা ১৬৬ ও আদিতমারীতে ১৪২টি।
আগামী মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্প উদ্বোধন করবেন। লালমনিরহাটের সঙ্গে আরও উদ্বোধন হবে ভোলা ও কক্সবাজারের আশ্রয়ণ প্রকল্পের ঘর।
পুনর্বাসিত পরিবারগুলোর জন্য বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং প্রকল্পের জায়গায় নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে। প্রার্থনাঘর এবং কবরস্থান, পুকুর এবং অভ্যন্তরীণ যোগাযোগের জন্য রাস্তা দিয়ে আবাসন প্রকল্পগুলোকে সহজতর করা হয়েছে।
আজ রোববার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রাম ঘুরে দেখা যায়, গৃহহীন ফজলেে করিমের মতো আরও অনেকেই ঘর পেয়েছেন। তাঁদের স্বপ্ন এখন শুধু ঘরেই সীমাবদ্ধ নেই। রঙিন টিন আর পাকা দেয়ালের বাড়িতে অনেকে হাঁস, মুরগি, ছাগল ও গরু পালন করছেন। সন্তানদের পাঠাচ্ছেন বিদ্যালয়ে। বাড়ির চারপাশে গড়ে তুলেছেন সবজি বাগান, কেউ কেউ দিয়েছেন ছোট দোকান, অনেকেই করছেন কৃষিকাজ।
ফজলে করিম আজকের পত্রিকাকে বলেন, নিজের নামে একটা ঘর আছে, জায়গা আছে—এর চেয়ে শান্তির কী আছে! এই বয়সেও তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন মর্জিনা বেগম। তিনি বলেন, ১৫ বছর আগে স্বামী মারা গেলে খুব কষ্টে দিন পার করেছেন। দুই ছেলে তাঁর কাছে থাকে না। শেষ বয়সে এসে নিজের নামে একটা বাড়ি পেয়ে এখন ভাবনাহীন জীবন তাঁর।
সুলতান মিয়া এখন ঘর পেয়ে তিনটা ছাগল আর একটা গরু পালন করেছেন। সুলতান বলেন, এখানে ছয় শতাংশ জায়গা থাকলেও তাঁর নামে ছিল না। এখন নিজের নামে জায়গা হয়েছে।
তবে অনেকেই আবার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আশ্রয় নিয়েছেন এই প্রকল্পে। তিস্তায় বিলীন হয়ে গেছে মজিদা বেগমের আগের ভিটাবাড়ি। এবার রোজার ঈদের সময় এখানে দুই শতাংশ জায়গার ওপর বাড়ি পেয়েছেন।
এর আগে একটা সময় অন্যের জমিতে ঝুপড়ি ঘর তুলে থেকেছেন মজিদা বেগম। তিনি বলেন, আগে যেখানে ছিলেন সেই চর নদীতে বিলীন হয়ে গেছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন–গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জুন আশ্রয়ণ–২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন–গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল উদ্বোধন করবেন।
জানা যায়, এ পর্যন্ত ৪৩ লাখ ৪০ হাজার ভূমিহীন–গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন। এর মধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জন মানুষ।
এ পর্যায়ে ভূমিহীন–গৃহহীনমুক্ত হতে যাচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সব উপজেলাসহ মোট ৭০টি উপজেলা। এ হিসাবে আগে ঘোষিত জেলা–উপজেলাসহ মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমিহীন–গৃহহীনমুক্ত হচ্ছে।
উল্লেখ্য, শুধু মুজিববর্ষের বিশেষ কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ১৩ লাখ ৩০ হাজার ৬০ জন ছিন্নমূল মানুষ। আর গৃহের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১২টি। এ ছাড়া সারা দেশে উদ্ধারকৃত খাসজমির হালনাগাদ পরিমাণ ৬ হাজার ৯৪৫ একর। এসব খাসজমির আনুমানিক স্থানীয় বাজারমূল্য ৩ হাজার ৮৮৩ কোটি টাকা। আর এ প্রকল্পের জন্য সারা দেশে কেনা জমির হালনাগাদ পরিমাণ ৩৭১ দশমিক ১০ একর। এর জন্য বরাদ্দ ছিল ২৫৫ কোটি ৯৯ লাখ টাকা।
কালীগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, কালীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু ঘর উপহার দিয়েই সীমাবদ্ধ থাকা হয়নি, বরং তাঁদের জীবন–জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তাঁদের দুই শতাংশ জমি দলিলের মাধ্যমে বুঝিয়ে দিয়ে তাঁর মধ্যে সবজি চাষের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
ফজলে করিমের বয়স ৮৪ বছর। জন্মের পর বাবার ভিটাবাড়ি দেখলেও পরে জেনেছেন এগুলো সব সরকারের খাসজমি বা অন্য কারও। কালের বিবর্তনে সেগুলো আর কখনো নিজের করতে পারেননি। তবে ৮৪ বছর পরে এসে নিজের নামে এখন তাঁর দুই শতাংশ জমিতে বাড়ি আছে।
আর এটা সম্ভব হয়েছে আশ্রয়ণ প্রকল্পের জন্য। জেলার চার উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর হবে মোট ১ হাজার ২৮২টি। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৮৭৫টি, পাটগ্রাম ৯৯, হাতীবান্ধা ১৬৬ ও আদিতমারীতে ১৪২টি।
আগামী মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্প উদ্বোধন করবেন। লালমনিরহাটের সঙ্গে আরও উদ্বোধন হবে ভোলা ও কক্সবাজারের আশ্রয়ণ প্রকল্পের ঘর।
পুনর্বাসিত পরিবারগুলোর জন্য বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং প্রকল্পের জায়গায় নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে। প্রার্থনাঘর এবং কবরস্থান, পুকুর এবং অভ্যন্তরীণ যোগাযোগের জন্য রাস্তা দিয়ে আবাসন প্রকল্পগুলোকে সহজতর করা হয়েছে।
আজ রোববার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রাম ঘুরে দেখা যায়, গৃহহীন ফজলেে করিমের মতো আরও অনেকেই ঘর পেয়েছেন। তাঁদের স্বপ্ন এখন শুধু ঘরেই সীমাবদ্ধ নেই। রঙিন টিন আর পাকা দেয়ালের বাড়িতে অনেকে হাঁস, মুরগি, ছাগল ও গরু পালন করছেন। সন্তানদের পাঠাচ্ছেন বিদ্যালয়ে। বাড়ির চারপাশে গড়ে তুলেছেন সবজি বাগান, কেউ কেউ দিয়েছেন ছোট দোকান, অনেকেই করছেন কৃষিকাজ।
ফজলে করিম আজকের পত্রিকাকে বলেন, নিজের নামে একটা ঘর আছে, জায়গা আছে—এর চেয়ে শান্তির কী আছে! এই বয়সেও তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন মর্জিনা বেগম। তিনি বলেন, ১৫ বছর আগে স্বামী মারা গেলে খুব কষ্টে দিন পার করেছেন। দুই ছেলে তাঁর কাছে থাকে না। শেষ বয়সে এসে নিজের নামে একটা বাড়ি পেয়ে এখন ভাবনাহীন জীবন তাঁর।
সুলতান মিয়া এখন ঘর পেয়ে তিনটা ছাগল আর একটা গরু পালন করেছেন। সুলতান বলেন, এখানে ছয় শতাংশ জায়গা থাকলেও তাঁর নামে ছিল না। এখন নিজের নামে জায়গা হয়েছে।
তবে অনেকেই আবার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আশ্রয় নিয়েছেন এই প্রকল্পে। তিস্তায় বিলীন হয়ে গেছে মজিদা বেগমের আগের ভিটাবাড়ি। এবার রোজার ঈদের সময় এখানে দুই শতাংশ জায়গার ওপর বাড়ি পেয়েছেন।
এর আগে একটা সময় অন্যের জমিতে ঝুপড়ি ঘর তুলে থেকেছেন মজিদা বেগম। তিনি বলেন, আগে যেখানে ছিলেন সেই চর নদীতে বিলীন হয়ে গেছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন–গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জুন আশ্রয়ণ–২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন–গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল উদ্বোধন করবেন।
জানা যায়, এ পর্যন্ত ৪৩ লাখ ৪০ হাজার ভূমিহীন–গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন। এর মধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জন মানুষ।
এ পর্যায়ে ভূমিহীন–গৃহহীনমুক্ত হতে যাচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সব উপজেলাসহ মোট ৭০টি উপজেলা। এ হিসাবে আগে ঘোষিত জেলা–উপজেলাসহ মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমিহীন–গৃহহীনমুক্ত হচ্ছে।
উল্লেখ্য, শুধু মুজিববর্ষের বিশেষ কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ১৩ লাখ ৩০ হাজার ৬০ জন ছিন্নমূল মানুষ। আর গৃহের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১২টি। এ ছাড়া সারা দেশে উদ্ধারকৃত খাসজমির হালনাগাদ পরিমাণ ৬ হাজার ৯৪৫ একর। এসব খাসজমির আনুমানিক স্থানীয় বাজারমূল্য ৩ হাজার ৮৮৩ কোটি টাকা। আর এ প্রকল্পের জন্য সারা দেশে কেনা জমির হালনাগাদ পরিমাণ ৩৭১ দশমিক ১০ একর। এর জন্য বরাদ্দ ছিল ২৫৫ কোটি ৯৯ লাখ টাকা।
কালীগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, কালীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু ঘর উপহার দিয়েই সীমাবদ্ধ থাকা হয়নি, বরং তাঁদের জীবন–জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তাঁদের দুই শতাংশ জমি দলিলের মাধ্যমে বুঝিয়ে দিয়ে তাঁর মধ্যে সবজি চাষের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে