প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকার প্রেমিক আনিছুর রহমান লেলিনের (২৩) বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন তাঁর প্রেমিকা (২০)। ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ও প্রেমিকার পরিবার থানা-পুলিশের শরণাপন্ন হয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিন পাটগ্রামের এক শিক্ষার্থীর সঙ্গে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে ভুক্তভোগিকে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন লেলিন। একপর্যায়ে প্রেমিকার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন লেলিন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করেন লেলিন।
এ ঘটনায় গত ২৭ আগস্ট প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন প্রেমিকা। লেলিনের বাড়িতে যাওয়ার পর সে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় লেলিনের বাড়িতে রয়েছেন প্রেমিকা।
এ ঘটনায় প্রেমিকার বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, আনিছুর রহমান লেলিন বিয়ের কথা বলে তাঁর মেয়েকে ডেকে নিয়ে বাবা-মা ও ভাইয়ের পরামর্শে পালিয়ে যান।
প্রেমিকের বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলে যেহেতু ভুল করেছে। আমরা মেনে নিয়েছি। ছেলে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি নেই। মেয়ের পরিবারের লোকজন আমাদের ভয় দেখায়। আমরা থানায় একটি অভিযোগ করেছি।’
প্রেমিকা (২০) বলেন, ‘আমার জীবন শেষ করে দিয়েছে লেলিন। তাঁকে তাঁর পরিবারের লোকজন ভাগিয়ে দিয়েছে। আমি তো মেয়ে, আমার কী হবে? লেলিন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’
এসব অভিযোগ অস্বীকার করে প্রেমিক আনিছুর রহমান লেলিন বলেন, ‘আমি চট্টগ্রামে আছি। আমার সঙ্গে ওই মেয়ের কয়েক দিন আগে পরিচয়। বন্ধুর বোন হিসেবে কথা বলেছি। তাঁকে কখনোই বিয়ে করব না। ষড়যন্ত্র করে মেয়েটিকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মামলা করে করুক, মামলা চালাব।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকার প্রেমিক আনিছুর রহমান লেলিনের (২৩) বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন তাঁর প্রেমিকা (২০)। ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ও প্রেমিকার পরিবার থানা-পুলিশের শরণাপন্ন হয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিন পাটগ্রামের এক শিক্ষার্থীর সঙ্গে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে ভুক্তভোগিকে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন লেলিন। একপর্যায়ে প্রেমিকার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন লেলিন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করেন লেলিন।
এ ঘটনায় গত ২৭ আগস্ট প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন প্রেমিকা। লেলিনের বাড়িতে যাওয়ার পর সে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় লেলিনের বাড়িতে রয়েছেন প্রেমিকা।
এ ঘটনায় প্রেমিকার বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, আনিছুর রহমান লেলিন বিয়ের কথা বলে তাঁর মেয়েকে ডেকে নিয়ে বাবা-মা ও ভাইয়ের পরামর্শে পালিয়ে যান।
প্রেমিকের বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলে যেহেতু ভুল করেছে। আমরা মেনে নিয়েছি। ছেলে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি নেই। মেয়ের পরিবারের লোকজন আমাদের ভয় দেখায়। আমরা থানায় একটি অভিযোগ করেছি।’
প্রেমিকা (২০) বলেন, ‘আমার জীবন শেষ করে দিয়েছে লেলিন। তাঁকে তাঁর পরিবারের লোকজন ভাগিয়ে দিয়েছে। আমি তো মেয়ে, আমার কী হবে? লেলিন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’
এসব অভিযোগ অস্বীকার করে প্রেমিক আনিছুর রহমান লেলিন বলেন, ‘আমি চট্টগ্রামে আছি। আমার সঙ্গে ওই মেয়ের কয়েক দিন আগে পরিচয়। বন্ধুর বোন হিসেবে কথা বলেছি। তাঁকে কখনোই বিয়ে করব না। ষড়যন্ত্র করে মেয়েটিকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মামলা করে করুক, মামলা চালাব।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫