হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করায় আনারস প্রতীক প্রার্থীর নারীসহ চার সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রার্থীর ভাই ও ছেলের বিরুদ্ধে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আজ রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী অনুকুল চন্দ্র রায় বাদী হয়ে নৌকা প্রার্থীর ভাই নুর মোহাম্মদ বাবলুকে প্রধান আসামি করে এবং আরও ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শনিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, নৌকা প্রার্থী নূরল আমিনের ভাই নুর মোহাম্মদ বাবলু (৫৫) ও ছেলে সিয়াম (২৮) এবং নজরুল ইসলাম (৪৫), মোস্তফা (৩৫), কেশরুজ্জামান বাবু (৪৫), মহিদুল ইসলাম জুয়েল (২৮), মিন্টুসহ (৪০) আরও অনেকে।
আহতরা হলেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি এলাকার অনুকুল চন্দ্র রায় (২৭), মহেশ চন্দ্র (৩৫), মহেশ চন্দ্রের মা শ্রীমতি ফুলতি রানী (৫৫) ও বাবলু (৩৫)।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অনুকুল চন্দ্রের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর সিন্দুর্না ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপনির্বাচনের নৌকা প্রার্থীর নূরল আমিনের ভাই নূর মোহাম্মদ বাবলু, ছেলে সিয়ামসহ অন্য অভিযুক্তরা শনিবার রাত সাড়ে ১২টায় আমার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করে। এ সময় আমি বাড়ির সামনে বের হলে নৌকা প্রার্থীর লোকজন আমাকে আনারস প্রতীক প্রার্থী অ্যাডভোকেট আরিফুল ইসলামের পক্ষে কাজ করতে নিষেধ করে এবং নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে বলে। এতে রাজি না হলে তারা আমার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। আমার চিৎকার শুনে মহেশ, শ্রীমতি ফুলতি রানী ও বাবুল বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।’
এ ঘটনায় আহত মহেশ চন্দ্র বলেন, ‘অনুকুলের চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে নৌকা প্রার্থীর লোকজন আমাদেরকেও মারধর শুরু করে। আমাদের কি অপরাধ? আমরা কাকে সমর্থন করব সেটা একান্ত নিজের ব্যাপার। কাউকে জোড় জুলুম করে কিছু করা যায় না। আমি এর সঠিক বিচার চাই।’
আহত শ্রীমতি ফুলতি রানী বলেন, ‘আমরা যদি নৌকার কাজ না করি তাহলে আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিবে। আমাদের আরও মারধর করবে বলে তারা হুমকি-ধমকি দেন।’
এ বিষয়ে নৌকা প্রার্থী নূরল আমিনের ভাই নুর মোহাম্মদ বাবলু বলেন, ‘আমি অনুকুলকে চিনি না। ওর সাথে আমার কোনো দিন কথাই হয়নি। মারধর করতে যাবো কেন! এটা মিথ্যা। তবে আমাদের লোক তাকে ডাকছিল। তার ব্যক্তি স্বাধীনতা আছে। তার যেটা ইচ্ছে সেটার পক্ষে কাজ করবে।’
এ বিষয়ে সিন্দুর্না ইউনিয়নের উপনির্বাচনে আনারস প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী অ্যাড. আরিফুল ইসলাম বলেন, ‘নৌকার প্রার্থী নূরল আমিনের ভাই বাবলু ও সিয়ামসহ কয়েকজন আমার লোকজনকে নৌকার পক্ষে কাজ করতে বলে। তারা রাজি না হওয়ায় তাদের বেধড়ক পেটানো হয়। তারা থানায় অভিযোগ দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে জানতে নৌকা প্রার্থী নূরল আমিনের মোবাইল নম্বরে কল করা হলে তিনি কলটি কেটে দেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, ‘আহত চারজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, ‘কেউ মারধরের শিকার হলে তারা আইনের আশ্রয় নিবে। পুলিশ তদন্ত ব্যবস্থা নিবে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।’
লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করায় আনারস প্রতীক প্রার্থীর নারীসহ চার সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রার্থীর ভাই ও ছেলের বিরুদ্ধে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আজ রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী অনুকুল চন্দ্র রায় বাদী হয়ে নৌকা প্রার্থীর ভাই নুর মোহাম্মদ বাবলুকে প্রধান আসামি করে এবং আরও ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শনিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, নৌকা প্রার্থী নূরল আমিনের ভাই নুর মোহাম্মদ বাবলু (৫৫) ও ছেলে সিয়াম (২৮) এবং নজরুল ইসলাম (৪৫), মোস্তফা (৩৫), কেশরুজ্জামান বাবু (৪৫), মহিদুল ইসলাম জুয়েল (২৮), মিন্টুসহ (৪০) আরও অনেকে।
আহতরা হলেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি এলাকার অনুকুল চন্দ্র রায় (২৭), মহেশ চন্দ্র (৩৫), মহেশ চন্দ্রের মা শ্রীমতি ফুলতি রানী (৫৫) ও বাবলু (৩৫)।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অনুকুল চন্দ্রের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর সিন্দুর্না ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপনির্বাচনের নৌকা প্রার্থীর নূরল আমিনের ভাই নূর মোহাম্মদ বাবলু, ছেলে সিয়ামসহ অন্য অভিযুক্তরা শনিবার রাত সাড়ে ১২টায় আমার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করে। এ সময় আমি বাড়ির সামনে বের হলে নৌকা প্রার্থীর লোকজন আমাকে আনারস প্রতীক প্রার্থী অ্যাডভোকেট আরিফুল ইসলামের পক্ষে কাজ করতে নিষেধ করে এবং নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে বলে। এতে রাজি না হলে তারা আমার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। আমার চিৎকার শুনে মহেশ, শ্রীমতি ফুলতি রানী ও বাবুল বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।’
এ ঘটনায় আহত মহেশ চন্দ্র বলেন, ‘অনুকুলের চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে নৌকা প্রার্থীর লোকজন আমাদেরকেও মারধর শুরু করে। আমাদের কি অপরাধ? আমরা কাকে সমর্থন করব সেটা একান্ত নিজের ব্যাপার। কাউকে জোড় জুলুম করে কিছু করা যায় না। আমি এর সঠিক বিচার চাই।’
আহত শ্রীমতি ফুলতি রানী বলেন, ‘আমরা যদি নৌকার কাজ না করি তাহলে আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিবে। আমাদের আরও মারধর করবে বলে তারা হুমকি-ধমকি দেন।’
এ বিষয়ে নৌকা প্রার্থী নূরল আমিনের ভাই নুর মোহাম্মদ বাবলু বলেন, ‘আমি অনুকুলকে চিনি না। ওর সাথে আমার কোনো দিন কথাই হয়নি। মারধর করতে যাবো কেন! এটা মিথ্যা। তবে আমাদের লোক তাকে ডাকছিল। তার ব্যক্তি স্বাধীনতা আছে। তার যেটা ইচ্ছে সেটার পক্ষে কাজ করবে।’
এ বিষয়ে সিন্দুর্না ইউনিয়নের উপনির্বাচনে আনারস প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী অ্যাড. আরিফুল ইসলাম বলেন, ‘নৌকার প্রার্থী নূরল আমিনের ভাই বাবলু ও সিয়ামসহ কয়েকজন আমার লোকজনকে নৌকার পক্ষে কাজ করতে বলে। তারা রাজি না হওয়ায় তাদের বেধড়ক পেটানো হয়। তারা থানায় অভিযোগ দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে জানতে নৌকা প্রার্থী নূরল আমিনের মোবাইল নম্বরে কল করা হলে তিনি কলটি কেটে দেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, ‘আহত চারজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, ‘কেউ মারধরের শিকার হলে তারা আইনের আশ্রয় নিবে। পুলিশ তদন্ত ব্যবস্থা নিবে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে