Ajker Patrika

লালমনিরহাটে বিজিবির বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

প্রতিনিধি
লালমনিরহাটে বিজিবির বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাটে জাহাঙ্গীর আলম নামের এক সাংবাদিককে মারপিট করে এক বোতল ফেন্সিডিল দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে কুলাঘাট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে হাতে ও কোমরে রশি দিয়ে বেঁধে লালমনিরহাট সদর থানায় নেওয়া হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

জাহাঙ্গীর আলম দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং আদিতমারী উপজেলার মহিষ খোচা দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক।

শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দুরে কুলাঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সোহাগ ইসলাম নামে এক সহযোগীকে সঙ্গে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য যান জাহাঙ্গীর আলম। পথে কুলাঘাট বেইলি ব্রিজের পাশে বিজিবির টহল দল তাঁদের আটকায়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে মাদকদ্রব্য চোরাচালান–সংক্রান্ত তথ্য নিয়ে কথা কাটাকাটি হয় ওই সাংবাদিকের।

পরে বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন সাংবাদিকের ওপর চড়াও হয়ে তাঁকে ও তাঁর সহযোগীকে মারধর শুরু করেন। পরে সোহাগকে মারপিট করে ছেড়ে দিলেও সাংবাদিকের হাতে ও কোমরে রশি দিয়ে বেঁধে নেওয়া হয় লালমনিরহাট সদর থানায়। রশি দিয়ে বাঁধা অবস্থায় রাতভর আটকে রাখা হয় থানায়। আজ সকালে এক বোতল ফেন্সিডিল দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয় থানা পুলিশের কাছে।

এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, সাংবাদিককে এক বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। তবে তাঁকে মারপিটের তথ্য অস্বীকার করেন তিনি।

এ ঘটনায় লালমনিরহাটে কর্মরত সাংবাদিকেরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁরা এর সুষ্ঠু তদন্ত না হলে আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত