Ajker Patrika

ইভিএম-টিভিএম বুঝি না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৮: ৫৯
ইভিএম-টিভিএম বুঝি না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইভিএম-টিভিএম বুঝি না, একটা কথাই বুঝি—এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারকে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো নির্বাচন নয়।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে বাই সাইকেল র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীসহ সব বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। সমস্ত মামলা তুলে নিতে হবে। তার পরে এখানে নির্বাচন হবে। আসুন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। গড়ে তুলি জাতীয় ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তি গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ স্বাধীনতার যে স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে, সেটা ফিরে আনার জন্য এবং গণতন্ত্রকে ফিরে আনার জন্য আমরা সংগ্রাম করে জয়ী হই।’

লালমনিরহাট জেলা বিএনপির র‍্যালি প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘এই র‍্যালিকে আমি সাইকেল র‍্যালি বলতে চাই না। এই র‍্যালিকে আমি গণতন্ত্রের র‍্যালি বলে অভিহিত করতে চাই। আজকের এই র‍্যালির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে চেতনার জন্য আমরা লড়াই করেছিলাম, সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা হারিয়ে ফেলা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আজ লালমনিরহাট থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন— স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির সদস্যসচিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

বক্তব্য শেষে জেলা বিএনপির আয়োজনে বাইসাইকেল র‍্যালির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‍্যালিটি সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শেষ করেন। বিকেল ৪টায় বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত