লালমনিরহাট প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫