হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আলেকজান নেছা (৬০) নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বৃদ্ধার ছেলে আক্কাস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধাকে মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আব্দুল লতিফ (৫২), তাঁর স্ত্রী আলীজন নেসা (৫০), তাঁদের দুই ছেলে আরিফুল ইসলাম (৩৩), সাইফুল ইসলাম (২৭)। আহত বৃদ্ধা আলেকজান নেছা উপজেলার ওই ইউনিয়নের একই এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী।
আহত বৃদ্ধা আলেকজান নেছার ছেলে আক্কাস আলী প্রায় ৪২ হাজার টাকা দিয়ে অভিযুক্তদের থেকে ২ শত জমি ক্রয় করেন। কিন্ত সেই ক্রয়কৃত জমি অভিযুক্তরা রেজিস্ট্রি দিতে টালবাহানা শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংষার চেষ্টা করেও কোনো ফল হয়নি।
পরে বৃদ্ধা আলেকজান নেছা জমির স্থানে গেলে অভিযুক্তদের সঙ্গে বিরোধ বাধে। এর একপর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে ওই বৃদ্ধাকে এলোপাতারি মারধর শুরু করে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান।
আহত বৃদ্ধা আলেকজান নেছা বলেন, ‘আমার ছেলে জমির জন্য তাদের টাকা দিছে। কিন্ত তারা সেই জমি লিখে দিচ্ছে না। আজকাল করে ঘুরাচ্ছে। আমি একটু ওই জমির ওপর গেছি তাতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। আমি বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, ‘তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা, বানোয়াট। আমরা তাদেরকে কোনো মারধর করিনি।’
এ বিষয়ে আহত বৃদ্ধার ছেলে আক্কাস আলী বলেন, ‘ওরা জমি বিক্রি করবে জানতে পেরে আমি নিতে চাই। এমনকি তাদের ২ শতক জমির যা দাম তাই দিয়ে দেই। কিন্ত তারা রেজিস্ট্রি দেয় না। রেজিস্ট্রির কথা বললেই টালবাহানা শুরু করে। আর আমার মা সেই জমিতে গেছে তা দেখে তারা ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মাকে মারধর করে। আমার বৃদ্ধা মায়ের কি দোষ?’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, ওই বৃদ্ধার গলায় ও হাতে আঘাত লেগেছে। ওনাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আলেকজান নেছা (৬০) নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বৃদ্ধার ছেলে আক্কাস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধাকে মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আব্দুল লতিফ (৫২), তাঁর স্ত্রী আলীজন নেসা (৫০), তাঁদের দুই ছেলে আরিফুল ইসলাম (৩৩), সাইফুল ইসলাম (২৭)। আহত বৃদ্ধা আলেকজান নেছা উপজেলার ওই ইউনিয়নের একই এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী।
আহত বৃদ্ধা আলেকজান নেছার ছেলে আক্কাস আলী প্রায় ৪২ হাজার টাকা দিয়ে অভিযুক্তদের থেকে ২ শত জমি ক্রয় করেন। কিন্ত সেই ক্রয়কৃত জমি অভিযুক্তরা রেজিস্ট্রি দিতে টালবাহানা শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংষার চেষ্টা করেও কোনো ফল হয়নি।
পরে বৃদ্ধা আলেকজান নেছা জমির স্থানে গেলে অভিযুক্তদের সঙ্গে বিরোধ বাধে। এর একপর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে ওই বৃদ্ধাকে এলোপাতারি মারধর শুরু করে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান।
আহত বৃদ্ধা আলেকজান নেছা বলেন, ‘আমার ছেলে জমির জন্য তাদের টাকা দিছে। কিন্ত তারা সেই জমি লিখে দিচ্ছে না। আজকাল করে ঘুরাচ্ছে। আমি একটু ওই জমির ওপর গেছি তাতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। আমি বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, ‘তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা, বানোয়াট। আমরা তাদেরকে কোনো মারধর করিনি।’
এ বিষয়ে আহত বৃদ্ধার ছেলে আক্কাস আলী বলেন, ‘ওরা জমি বিক্রি করবে জানতে পেরে আমি নিতে চাই। এমনকি তাদের ২ শতক জমির যা দাম তাই দিয়ে দেই। কিন্ত তারা রেজিস্ট্রি দেয় না। রেজিস্ট্রির কথা বললেই টালবাহানা শুরু করে। আর আমার মা সেই জমিতে গেছে তা দেখে তারা ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মাকে মারধর করে। আমার বৃদ্ধা মায়ের কি দোষ?’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, ওই বৃদ্ধার গলায় ও হাতে আঘাত লেগেছে। ওনাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে