লালমনিরহাট প্রতিনিধি
বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।
তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।
বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।
তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫