Ajker Patrika

পতাকা চুরির অভিযোগে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ 

লালমনিরহাট প্রতিনিধি
পতাকা চুরির অভিযোগে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ 

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডায় উভয়ের পতাকা চুরির অভিযোগ তুলে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

আজ রোববার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় চারজন হাসপাতালে ভর্তি আছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন যুবকেরা হলেন—মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের ছেলে আখলাক হোসেন (২০), মোকলেছুর রহমানের ছেলে কফি আনান (২১), সামসুল হকের ছেলে মুজিবুল হক (২০) ও জসিম উদ্দিনের ছেলে বায়তুল ইসলাম (২১)। তারা সবাই গোকুন্ডা ইউনিয়নের সামুটারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা বলছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই দলের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির ঘটনা চলছিল। শনিবার রাত ৯টার দিকে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আব্দুল্লাহ আল মামুন তাঁর পতাকা চুরির অভিযোগ তোলেন ব্রাজিল ফুটবল দলের সমর্থক কফি আনানের ওপর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আবারও তুমুল সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসাধীন যুবক আখলাকের (২০) বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় আমার ছেলেকে যারা অন্যায়ভাবে পিটিয়ে আহত করেছেন তাদের বিচার চাই। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 

সদর হাসপাতালে ভর্তি আহত কফি আনান (২১) বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকেরা পতাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ডেকে অন্যায়ভাবে পিটিয়েছে। কোথাকার চুরির বিষয়ে আমরা কিছুই জানি না।’ 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মূলত পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত