Ajker Patrika

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতিকে মারধর, ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতিকে মারধর, ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর আলম খান জুয়েলকে মারধরের ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক  রুবেল ইসলাম ও সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে জুয়েলকে প্রধান আসামি করে মোট পাঁচজনের নাম উল্লেখ করে থানায় পাল্টা অভিযোগ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মেডিকেল মোড় বৈশাখী হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার রুবেল ইসলাম হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  ও আব্দুল্লাহ আল নোমান সদস্যসচিব। এ ছাড়া ভুক্তভোগী হাসানুর আলম খান জুয়েল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। তিনি বর্তমানে বিএনপির কোনো পদে নেই। মেডিকেল গেট এলাকায় হেনা ফার্মেসি নামে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। 

জানা গেছে, ছাত্রদল নিয়ে বাজে মন্তব্য ও কটূক্তি করায় গত বুধবার রাতে জুয়েলের দোকানে গিয়ে হামলা করে অভিযুক্তরা। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রদলের আহ্বায়ক  রুবেল ইসলামকে প্রধান আসামি করে মোট আটজনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন হাসানুর আলম খান জুয়েল। সেই মামলায় বৃহস্পতিবার রাতে রুবেল ও নোমানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রুবেল ও নোমানকে আজ দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। ওই পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত