হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় সংখ্যালঘু হিন্দুদের কটূক্তি করা ও হুমকি দেওয়া আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে মানববন্ধন পণ্ড করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন চলার একপর্যায়ে কয়েকজনের বক্তব্যের পর পুলিশ এসে তাঁদের সেখান থেকে তুলে দেয়।
তার আগে স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র নাথ, শিশির চন্দ্র রায়, রঞ্জিত রায় ও রতন ঠাকুর সেখানে বক্তব্য দেন। বক্তারা বলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে কটূক্তি ও হুমকি দেওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এত দিনেও তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।
আবু বক্কর সিদ্দিকের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বক্তারা অতি দ্রুত শ্যামলকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন।
তবে মানববন্ধন পণ্ড করার কথা অস্বীকার করে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মুসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মানববন্ধনে বাধা দেয়নি। রাস্তায় জনসাধারণের চলাচলে যেন সমস্যা না হয়, তাদের সে কথা বলা হয়েছে।’
আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলা ও তাঁর গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানি না।’
গত ২৯ ডিসেম্বর পাশের সিন্দুর্না ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোট চাইতে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে কটূক্তি করেন এবং তাঁদের হুমকি দেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
ভিডিওতে আবু বক্কর সিদ্দিককে বলতে শোনা যায়, ‘এরা গরু খাওয়া হিন্দু। আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে হিন্দুরা বাংলাদেশে আছে। আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের জন্য লড়াই করে। নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে।’
আওয়ামী লীগ নেতার সেই ভিডিও বক্তব্য তখন ফেসবুকে ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে শ্যামলকে প্রধান করে ২২ জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্রনাথ।
লালমনিরহাটের হাতীবান্ধায় সংখ্যালঘু হিন্দুদের কটূক্তি করা ও হুমকি দেওয়া আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে মানববন্ধন পণ্ড করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন চলার একপর্যায়ে কয়েকজনের বক্তব্যের পর পুলিশ এসে তাঁদের সেখান থেকে তুলে দেয়।
তার আগে স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র নাথ, শিশির চন্দ্র রায়, রঞ্জিত রায় ও রতন ঠাকুর সেখানে বক্তব্য দেন। বক্তারা বলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে কটূক্তি ও হুমকি দেওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এত দিনেও তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।
আবু বক্কর সিদ্দিকের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বক্তারা অতি দ্রুত শ্যামলকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন।
তবে মানববন্ধন পণ্ড করার কথা অস্বীকার করে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মুসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মানববন্ধনে বাধা দেয়নি। রাস্তায় জনসাধারণের চলাচলে যেন সমস্যা না হয়, তাদের সে কথা বলা হয়েছে।’
আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলা ও তাঁর গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানি না।’
গত ২৯ ডিসেম্বর পাশের সিন্দুর্না ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোট চাইতে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে কটূক্তি করেন এবং তাঁদের হুমকি দেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
ভিডিওতে আবু বক্কর সিদ্দিককে বলতে শোনা যায়, ‘এরা গরু খাওয়া হিন্দু। আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে হিন্দুরা বাংলাদেশে আছে। আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের জন্য লড়াই করে। নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে।’
আওয়ামী লীগ নেতার সেই ভিডিও বক্তব্য তখন ফেসবুকে ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে শ্যামলকে প্রধান করে ২২ জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্রনাথ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে