লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মমিনুল ইসলামের (২৫) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করার পরপরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মমিনুল জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। সংসারের দিকে তাকিয়ে আইনের আশ্রয় নেননি তিনি। তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। নেশার জন্য টাকার প্রয়োজন হলেই যৌতুকের চাপ দিতেন স্ত্রীকে। স্ত্রী তা না আনায় চার দিন আগে তাঁকে শারীরিক নির্যাতন করেন এবং মাথার চুল ন্যাড়া করে দেন তিনি। মাথা ন্যাড়া করার বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ যেন তাঁর বাবার বড়ির কাউকে জানাতে না পারেন, সে জন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়। নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে গতকাল বৃহস্পতিবার তাঁর বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ মমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার এবং মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পরেই জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। প্রতিদিন নেশা করে বাড়িতে এসে কারণে-অকারণে তাঁকে নির্যাতন করা হতো। তাঁকে বাড়ি থেকে বাইরে যেতে দিতেন না। এমনকি কারও সঙ্গে কথা বললেই তাঁকে সন্দেহ করতেন। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো পরিবর্তন হয়নি।
গৃহবধূ আরও বলেন, ‘প্রায় দিন তার নেশার টাকার প্রয়োজন হলে আমাকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলত। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চার দিন আগে আমাকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কাউকে জানাতে না পারি, সে জন্য আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।’
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয় এবং স্বামীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মমিনুল ইসলামের (২৫) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করার পরপরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মমিনুল জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। সংসারের দিকে তাকিয়ে আইনের আশ্রয় নেননি তিনি। তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। নেশার জন্য টাকার প্রয়োজন হলেই যৌতুকের চাপ দিতেন স্ত্রীকে। স্ত্রী তা না আনায় চার দিন আগে তাঁকে শারীরিক নির্যাতন করেন এবং মাথার চুল ন্যাড়া করে দেন তিনি। মাথা ন্যাড়া করার বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ যেন তাঁর বাবার বড়ির কাউকে জানাতে না পারেন, সে জন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়। নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে গতকাল বৃহস্পতিবার তাঁর বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ মমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার এবং মাদকাসক্ত মমিনুলকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পরেই জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। প্রতিদিন নেশা করে বাড়িতে এসে কারণে-অকারণে তাঁকে নির্যাতন করা হতো। তাঁকে বাড়ি থেকে বাইরে যেতে দিতেন না। এমনকি কারও সঙ্গে কথা বললেই তাঁকে সন্দেহ করতেন। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো পরিবর্তন হয়নি।
গৃহবধূ আরও বলেন, ‘প্রায় দিন তার নেশার টাকার প্রয়োজন হলে আমাকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলত। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চার দিন আগে আমাকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কাউকে জানাতে না পারি, সে জন্য আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।’
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয় এবং স্বামীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে