মিসু সাহা নিক্কন, রামগতি (লক্ষ্মীপুর)
সাগর-নদীতে প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। তারপর সেসব পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে অনেক জেলেকে জেল-জরিমানাও করা হয়। কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের নানামুখী তৎপরতা থাকলেও এর উৎপাদন বন্ধে তেমন কোনো উদ্যোগ নেই।
দেশের জলজ পরিবেশ ও প্রাণীর জন্য ক্ষতিকর কারেন্ট জাল কারখানায় তৈরি হয়ে ঢাকার বাজার হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এসব জাল কারখানায় উৎপাদনে কেউ তেমন বাধা দেয় না। মাঝেমধ্যে নদী ও খাল-বিলে ব্যবহারের সময় অভিযানে ধরা হয় এসব জাল। গত ২৫ ফেব্রুয়ারি রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাটে শতাধিক নৌকা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় ৬৫টি নৌকা খুঁজে ৪৩ টিতেই কারেন্ট জাল পাওয়া গেছে।
প্রায় ২০ বছর আগে আইন করে মাছ ধরতে কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়। ইলিশসহ দেশের বিভিন্ন প্রজাতির মাছ হুমকির মুখে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়। এই পদক্ষেপ বেশ কাজেও দিয়েছে। এই পদক্ষেপের ফলে নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। নিষেধাজ্ঞার কারণে নদীতে জেলেদের নৌকায় প্রায় সময় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ। মাঝেমধ্যে জরিমানা দেওয়ার পাশাপাশি জেলও খাটে জেলে ও নদীপারের জাল ব্যবসায়ীরা।
কারেন্ট জাল জেলেদের কাছে নিষিদ্ধ মাদকের মতো বলে মনে করেন রামগতি মাছঘাটের রফিক মাঝি। তিনি বলেন, কারেন্ট জাল কারখানায় উৎপাদন হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে; তাই জেলেরা নিষিদ্ধ জেনেও কারেন্ট জাল কিনছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনাপারের জেলে ও ব্যবসায়ীরা কারেন্ট জাল কারাখানা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
নিষিদ্ধ জেনেও জেলেরা কেন এ জাল কিনছে তা জানতে রামগতির বিভিন্ন ঘাটের ১০-১২ জন জেলের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এ জাল পানিতে দেখা যায় না। তাই এ ধরনের জাল এড়িয়ে চলা মাছের পক্ষে কঠিন। এ জালে ছোট-বড় সব মাছ ধরা পড়ে। সহজে বহনযোগ্য, ওজন কম এবং সুতার জালের তুলনায় প্রতি কেজিতে দৈর্ঘ্য বেশি হওয়ায় এ জাল জেলেদের প্রিয়।
টাংকীঘাটের জেলে আবদুল মতিন বলেন, কারখানায় উৎপাদন বন্ধ হলে নৌ পুলিশ, কোস্টগার্ডের আর অভিযান চালাতে হবে না। জেলেরাও বেঁচে যাবে। তাদের জাল-নৌকা রক্ষা পাবে। উৎপাদন না থাকলে জেলেরা অন্য জাল ব্যবহারে উৎসাহী হবে।
আলেকজান্ডার ঘাটের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে জেলেরা শুধু কারেন্ট জাল ব্যবহার করত। তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলতে চিকন সুতার জালের সঙ্গে কারেন্ট জাল মিশিয়ে ব্যবহার করে তারা।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘নদীতে আমরা অভিযান চালাই। কিন্তু উৎপাদন বন্ধ করতে না পারলে এটা পুরোপুরি বন্ধ করা যাবে না।’
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুর ইসলাম বলেন, গত বছরের অক্টোবরে ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগ ২৭০টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা করে। এ সময় সাড়ে ২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
সাগর-নদীতে প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। তারপর সেসব পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে অনেক জেলেকে জেল-জরিমানাও করা হয়। কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের নানামুখী তৎপরতা থাকলেও এর উৎপাদন বন্ধে তেমন কোনো উদ্যোগ নেই।
দেশের জলজ পরিবেশ ও প্রাণীর জন্য ক্ষতিকর কারেন্ট জাল কারখানায় তৈরি হয়ে ঢাকার বাজার হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এসব জাল কারখানায় উৎপাদনে কেউ তেমন বাধা দেয় না। মাঝেমধ্যে নদী ও খাল-বিলে ব্যবহারের সময় অভিযানে ধরা হয় এসব জাল। গত ২৫ ফেব্রুয়ারি রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাটে শতাধিক নৌকা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় ৬৫টি নৌকা খুঁজে ৪৩ টিতেই কারেন্ট জাল পাওয়া গেছে।
প্রায় ২০ বছর আগে আইন করে মাছ ধরতে কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়। ইলিশসহ দেশের বিভিন্ন প্রজাতির মাছ হুমকির মুখে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়। এই পদক্ষেপ বেশ কাজেও দিয়েছে। এই পদক্ষেপের ফলে নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। নিষেধাজ্ঞার কারণে নদীতে জেলেদের নৌকায় প্রায় সময় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ। মাঝেমধ্যে জরিমানা দেওয়ার পাশাপাশি জেলও খাটে জেলে ও নদীপারের জাল ব্যবসায়ীরা।
কারেন্ট জাল জেলেদের কাছে নিষিদ্ধ মাদকের মতো বলে মনে করেন রামগতি মাছঘাটের রফিক মাঝি। তিনি বলেন, কারেন্ট জাল কারখানায় উৎপাদন হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে; তাই জেলেরা নিষিদ্ধ জেনেও কারেন্ট জাল কিনছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনাপারের জেলে ও ব্যবসায়ীরা কারেন্ট জাল কারাখানা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
নিষিদ্ধ জেনেও জেলেরা কেন এ জাল কিনছে তা জানতে রামগতির বিভিন্ন ঘাটের ১০-১২ জন জেলের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এ জাল পানিতে দেখা যায় না। তাই এ ধরনের জাল এড়িয়ে চলা মাছের পক্ষে কঠিন। এ জালে ছোট-বড় সব মাছ ধরা পড়ে। সহজে বহনযোগ্য, ওজন কম এবং সুতার জালের তুলনায় প্রতি কেজিতে দৈর্ঘ্য বেশি হওয়ায় এ জাল জেলেদের প্রিয়।
টাংকীঘাটের জেলে আবদুল মতিন বলেন, কারখানায় উৎপাদন বন্ধ হলে নৌ পুলিশ, কোস্টগার্ডের আর অভিযান চালাতে হবে না। জেলেরাও বেঁচে যাবে। তাদের জাল-নৌকা রক্ষা পাবে। উৎপাদন না থাকলে জেলেরা অন্য জাল ব্যবহারে উৎসাহী হবে।
আলেকজান্ডার ঘাটের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে জেলেরা শুধু কারেন্ট জাল ব্যবহার করত। তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলতে চিকন সুতার জালের সঙ্গে কারেন্ট জাল মিশিয়ে ব্যবহার করে তারা।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘নদীতে আমরা অভিযান চালাই। কিন্তু উৎপাদন বন্ধ করতে না পারলে এটা পুরোপুরি বন্ধ করা যাবে না।’
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুর ইসলাম বলেন, গত বছরের অক্টোবরে ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগ ২৭০টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা করে। এ সময় সাড়ে ২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে