প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউনের চতুর্থ দিনে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও সবার মুখে রয়েছে মাস্ক। সাধারণ মানুষের মাঝে বাড়ছে সচেতনতা।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, টানা চতুর্থ দিনের মতো লকডাউনে লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীর সদস্যরা।
তৃতীয় দিনের লকডাউনে ১৭ অভিযানে ১২২টি মামলায় ৮০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগের দিনে ২১৩টি মামলায় ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। শুধু কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
পাশাপাশি ৫টি উপজেলার প্রতিটি শপিং মলসহ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলো রয়েছে ফাঁকা। সকাল থেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে। শহরে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউনের চতুর্থ দিনে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও সবার মুখে রয়েছে মাস্ক। সাধারণ মানুষের মাঝে বাড়ছে সচেতনতা।
আজ রোববার সরেজমিনে দেখা যায়, টানা চতুর্থ দিনের মতো লকডাউনে লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীর সদস্যরা।
তৃতীয় দিনের লকডাউনে ১৭ অভিযানে ১২২টি মামলায় ৮০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগের দিনে ২১৩টি মামলায় ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। শুধু কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
পাশাপাশি ৫টি উপজেলার প্রতিটি শপিং মলসহ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলো রয়েছে ফাঁকা। সকাল থেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে। শহরে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫