আব্বাছ হোসেন, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে মেঘনার চরে নিজেদের ঘাম ও শ্রমে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন না চাষিরা। নিজেদের ফসল ঘরে তোলার জন্য দস্যুদেরকে চাঁদা দিতে হয় তাঁদের। অন্যথায় ফসল লুট করে নিয়ে যায় দস্যুরা।
ইতিমধ্যে গত কয়েক দিনে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে চরমেঘা থেকে কয়েক কোটি টাকার সয়াবিন নিয়ে গেছে দস্যুরা। এ ঘটনায় মামলা করার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক কৃষক।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার দ্বীপ চরমেঘায় ২০ হাজার হেক্টরের বেশি জমিতে দীর্ঘদিন চাষাবাদ করে আসছেন দুই শতাধিক কৃষক। এবারও প্রায় ৫০০ একর জমিতে আবাদ হয়েছে সয়াবিন, বাদাম, ডাল, ধানসহ বিভিন্ন ফসলের। এসব ফসল ঘরে তুলতে প্রত্যেক চাষিকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত চাঁদা বেঁধে দেয় দস্যুরা।
চাঁদা না দেওয়ায় গত দুই বছরে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। অনেক সময় টাকার জন্য কৃষকের গোয়ালে থাকা গরু-মহিষ, ছাগলও নিয়ে যায় দস্যুরা।
সর্বশেষ ৮ মে খেতের সয়াবিন তুলতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা। তাঁদের অভিযোগ, ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁ এবং লক্ষ্মীপুরের শাহজালাল রাহুল ও রশিদ মোল্লার নেতৃত্বে অর্ধশতাধিক দস্যু ফসল লুট করে নিয়ে গেছে।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ মে সকালে চাষ করা ফসল তুলতে যান চাষিরা। এ সময় ৫০ থেকে ৬০ জনের একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাষিদের ওপর হামলা করে। এ সময় লুট করে নিয়ে যায় কয়েক কোটি টাকার সয়াবিন। অভিযুক্ত রাসেল খাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী চাষিরা জানান, জমির ফসল তুলতে গেলেই চাঁদা দাবি করা হয় তাঁদের কাছে। না দিলে হামলার শিকার হতে হয়। চাঁদার টাকার দাবিতে গত দুই বছরে এক শিশুসহ তিনজন খুন হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময় মামলা করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে জড়িত ব্যক্তিরা। বর্তমানে খেতে থাকা সয়াবিন ও ধান সংগ্রহ করতে পারছেন না চাষিরা। দস্যুদের দৌরাত্ম্যে আতঙ্কে রয়েছেন চরমেঘার সাধারণ মানুষও।
এ বিষয়ে যোগাযোগ করেও অভিযুক্ত রাসেল খাঁর বক্তব্য পাওয়া যায়নি। কথা হলে রাসেলের চাচা শাহ আলী খাঁ বলেন, ‘অন্যায়ভাবে তাদের ওপর দোষ চাপানো হচ্ছে। এই লুটপাটের সঙ্গে তারা জড়িত নয়।’
চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছৈয়াল ইউছুফ বলেন, সন্ত্রাসীরা এর আগেও তিনজনকে হত্যা করেছে। অনেকের হাত-পা কেটে দিয়েছে। এখন সয়াবিন তোলার সময়; কিন্তু রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁর নেতৃত্বে ২০-২৫ জনের বাহিনী আছে, তারা ফসল লুট করে নিয়ে যাচ্ছে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। কৃষকেরা যেন নিরাপদে ফসল ঘরে তুলে নিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সন্ত্রাসীরা সহজে অপরাধ করে যাচ্ছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন, চরের এসব সম্পত্তি খাসজমি। অবৈধভাবে দখল করে রাখা। এসব জমি উদ্ধারে কাজ শুরু করা হবে। এ ছাড়া যারা অন্যায়ভাবে চাঁদাবাজি ও ফসল লুটে নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘চাঁদাবাজি, কৃষকদের মারধর, ফসল লুটে নেওয়ার বিষয়টি আমলে নিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে থানা ও নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’
লক্ষ্মীপুরে মেঘনার চরে নিজেদের ঘাম ও শ্রমে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন না চাষিরা। নিজেদের ফসল ঘরে তোলার জন্য দস্যুদেরকে চাঁদা দিতে হয় তাঁদের। অন্যথায় ফসল লুট করে নিয়ে যায় দস্যুরা।
ইতিমধ্যে গত কয়েক দিনে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে চরমেঘা থেকে কয়েক কোটি টাকার সয়াবিন নিয়ে গেছে দস্যুরা। এ ঘটনায় মামলা করার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক কৃষক।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার দ্বীপ চরমেঘায় ২০ হাজার হেক্টরের বেশি জমিতে দীর্ঘদিন চাষাবাদ করে আসছেন দুই শতাধিক কৃষক। এবারও প্রায় ৫০০ একর জমিতে আবাদ হয়েছে সয়াবিন, বাদাম, ডাল, ধানসহ বিভিন্ন ফসলের। এসব ফসল ঘরে তুলতে প্রত্যেক চাষিকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত চাঁদা বেঁধে দেয় দস্যুরা।
চাঁদা না দেওয়ায় গত দুই বছরে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। অনেক সময় টাকার জন্য কৃষকের গোয়ালে থাকা গরু-মহিষ, ছাগলও নিয়ে যায় দস্যুরা।
সর্বশেষ ৮ মে খেতের সয়াবিন তুলতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা। তাঁদের অভিযোগ, ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁ এবং লক্ষ্মীপুরের শাহজালাল রাহুল ও রশিদ মোল্লার নেতৃত্বে অর্ধশতাধিক দস্যু ফসল লুট করে নিয়ে গেছে।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ মে সকালে চাষ করা ফসল তুলতে যান চাষিরা। এ সময় ৫০ থেকে ৬০ জনের একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাষিদের ওপর হামলা করে। এ সময় লুট করে নিয়ে যায় কয়েক কোটি টাকার সয়াবিন। অভিযুক্ত রাসেল খাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী চাষিরা জানান, জমির ফসল তুলতে গেলেই চাঁদা দাবি করা হয় তাঁদের কাছে। না দিলে হামলার শিকার হতে হয়। চাঁদার টাকার দাবিতে গত দুই বছরে এক শিশুসহ তিনজন খুন হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময় মামলা করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে জড়িত ব্যক্তিরা। বর্তমানে খেতে থাকা সয়াবিন ও ধান সংগ্রহ করতে পারছেন না চাষিরা। দস্যুদের দৌরাত্ম্যে আতঙ্কে রয়েছেন চরমেঘার সাধারণ মানুষও।
এ বিষয়ে যোগাযোগ করেও অভিযুক্ত রাসেল খাঁর বক্তব্য পাওয়া যায়নি। কথা হলে রাসেলের চাচা শাহ আলী খাঁ বলেন, ‘অন্যায়ভাবে তাদের ওপর দোষ চাপানো হচ্ছে। এই লুটপাটের সঙ্গে তারা জড়িত নয়।’
চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছৈয়াল ইউছুফ বলেন, সন্ত্রাসীরা এর আগেও তিনজনকে হত্যা করেছে। অনেকের হাত-পা কেটে দিয়েছে। এখন সয়াবিন তোলার সময়; কিন্তু রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁর নেতৃত্বে ২০-২৫ জনের বাহিনী আছে, তারা ফসল লুট করে নিয়ে যাচ্ছে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। কৃষকেরা যেন নিরাপদে ফসল ঘরে তুলে নিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সন্ত্রাসীরা সহজে অপরাধ করে যাচ্ছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন, চরের এসব সম্পত্তি খাসজমি। অবৈধভাবে দখল করে রাখা। এসব জমি উদ্ধারে কাজ শুরু করা হবে। এ ছাড়া যারা অন্যায়ভাবে চাঁদাবাজি ও ফসল লুটে নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘চাঁদাবাজি, কৃষকদের মারধর, ফসল লুটে নেওয়ার বিষয়টি আমলে নিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে থানা ও নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে