পল্লব আহমেদ সিয়াম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও বিশ্ববিদ্যালয়টিতে নেই গবেষণা সেল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গবেষণা সেল হচ্ছে একটি প্রতিষ্ঠানের গবেষণা সংক্রান্ত বিভাগ। যা গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, চৌর্যবৃত্তি রোধ, অর্থায়ন ও মান উন্নয়নের বিষয়টি দেখভাল করে। চার দশকেও ইবি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি। এর পেছনে গবেষণা খাতের দুর্বলতাকেই বড় কারণ বলে মনে করেন শিক্ষকেরা।
গবেষকেরা জানান, গবেষণায় যে বাজেট দেওয়া হয় তা খুবই কম। বরাদ্দগুলো যোগ্য-অযোগ্য সবাই পায়। কেন্দ্রীয় সেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দিয়ে গবেষণা প্রজেক্ট মূল্যায়ন করা হলে এবং সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হলে গবেষণার মান আরও উন্নত হবে।
কনফারেন্সে প্রেজেন্টেশনের ফি প্রদান করতে হবে। এক থেকে দুই বছরের প্রজেক্টের জন্য পাঁচ থেকে দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া উচিত। যাঁরা গবেষণা করেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে সেগুলো স্বীকৃতি পায় না। এ জন্য পূর্ণাঙ্গ একটি গবেষণা সেলের প্রয়োজন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছি। একটিতেও বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাইনি। গবেষণায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ইকুইপমেন্টের। ডাটা অ্যানালাইসিসের জন্যও কিছু সফটওয়্যার চড়া দামে কিনতে হয়। তাই শিক্ষার্থীদের জন্য গবেষণা সেল অপরিহার্য বিষয়।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ গবেষণা সেলের অভাববোধ করছি। আমাদের ওয়েবসাইট আপডেট না। আমার এক শোর বেশি জার্নাল পাবলিশ হয়েছে। গবেষণা সেল থাকলে আমার প্রজেক্টগুলো পাবলিক থাকত। প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে প্রথমে গবেষণা সেলে প্রজেক্ট যাবে। পরে রিভিউ কমিটি মূল্যায়ন করবে। গবেষণা সেলের মাধ্যমেই প্রজেক্ট সাবমিট হবে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের বছরে একটি আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশের বাধ্যবাধকতা থাকা উচিত।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিভাগগুলো আবেদন করলে আমরা গবেষণা সেল করব। বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রকাশনা হয় তবে সেটা সংশ্লিষ্ট পক্ষকে পাঠানো হয় না। আমি চেষ্টা করব প্রকাশনাগুলোকে সংশ্লিষ্ট পক্ষকে পাঠানোর। যাতে তাঁরা বুঝতে পারে এ বিষয়ে একটা গবেষণা হয়েছে। আগামী বছর থেকে রিসার্চের জন্য বাজেট বাড়ানো হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও বিশ্ববিদ্যালয়টিতে নেই গবেষণা সেল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গবেষণা সেল হচ্ছে একটি প্রতিষ্ঠানের গবেষণা সংক্রান্ত বিভাগ। যা গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, চৌর্যবৃত্তি রোধ, অর্থায়ন ও মান উন্নয়নের বিষয়টি দেখভাল করে। চার দশকেও ইবি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি। এর পেছনে গবেষণা খাতের দুর্বলতাকেই বড় কারণ বলে মনে করেন শিক্ষকেরা।
গবেষকেরা জানান, গবেষণায় যে বাজেট দেওয়া হয় তা খুবই কম। বরাদ্দগুলো যোগ্য-অযোগ্য সবাই পায়। কেন্দ্রীয় সেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দিয়ে গবেষণা প্রজেক্ট মূল্যায়ন করা হলে এবং সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হলে গবেষণার মান আরও উন্নত হবে।
কনফারেন্সে প্রেজেন্টেশনের ফি প্রদান করতে হবে। এক থেকে দুই বছরের প্রজেক্টের জন্য পাঁচ থেকে দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া উচিত। যাঁরা গবেষণা করেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে সেগুলো স্বীকৃতি পায় না। এ জন্য পূর্ণাঙ্গ একটি গবেষণা সেলের প্রয়োজন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছি। একটিতেও বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাইনি। গবেষণায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ইকুইপমেন্টের। ডাটা অ্যানালাইসিসের জন্যও কিছু সফটওয়্যার চড়া দামে কিনতে হয়। তাই শিক্ষার্থীদের জন্য গবেষণা সেল অপরিহার্য বিষয়।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ গবেষণা সেলের অভাববোধ করছি। আমাদের ওয়েবসাইট আপডেট না। আমার এক শোর বেশি জার্নাল পাবলিশ হয়েছে। গবেষণা সেল থাকলে আমার প্রজেক্টগুলো পাবলিক থাকত। প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে প্রথমে গবেষণা সেলে প্রজেক্ট যাবে। পরে রিভিউ কমিটি মূল্যায়ন করবে। গবেষণা সেলের মাধ্যমেই প্রজেক্ট সাবমিট হবে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের বছরে একটি আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশের বাধ্যবাধকতা থাকা উচিত।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিভাগগুলো আবেদন করলে আমরা গবেষণা সেল করব। বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রকাশনা হয় তবে সেটা সংশ্লিষ্ট পক্ষকে পাঠানো হয় না। আমি চেষ্টা করব প্রকাশনাগুলোকে সংশ্লিষ্ট পক্ষকে পাঠানোর। যাতে তাঁরা বুঝতে পারে এ বিষয়ে একটা গবেষণা হয়েছে। আগামী বছর থেকে রিসার্চের জন্য বাজেট বাড়ানো হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে