কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে কয়েক ঘণ্টার অবরোধের ফলে কুষ্টিয়ার সঙ্গে যশোর-খুলনার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসনের আশ্বাসে সোয়া তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
খুলনাগামী গড়াই বাসের চালক নাসির উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।
বিক্ষোভকারীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়া ইমন রুবেল বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। আজকের আন্দোলনের দায় তাঁকে নিতে হবে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ‘ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গড়িমসি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময়সাপেক্ষ কাজ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে। অবরোধ তুলে নিয়েছে তারা।’
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে কয়েক ঘণ্টার অবরোধের ফলে কুষ্টিয়ার সঙ্গে যশোর-খুলনার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসনের আশ্বাসে সোয়া তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
খুলনাগামী গড়াই বাসের চালক নাসির উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।
বিক্ষোভকারীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়া ইমন রুবেল বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। আজকের আন্দোলনের দায় তাঁকে নিতে হবে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ‘ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গড়িমসি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময়সাপেক্ষ কাজ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে। অবরোধ তুলে নিয়েছে তারা।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে