কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কুপিয়ে কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেনের হাত বিচ্ছিন্ন করার ঘটনার মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি পলাশের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধূয়া গ্রামের সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিমুদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মোহাইমিন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) এবং গোলাপ শেখের ছেলে মুকুল (৪২)।
আজ শনিবার বেলা ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধের জেরে গত ৩১ মে দুপুর ২টার সময় পরিকল্পিতভাবে এই হামলা চালায় আসামিরা। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে হাসিবুর বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কমান্ডার আরও বলেন, গত ৩১ মে দুপুরে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন তোফাজ্জেল বিশ্বাস। এ সময় তিনি সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর পৌঁছালে পূর্বপরিকল্পনা মোতাবেক আগে থেকে ওত পেতে থাকা এজাহার নামীয় আসামিরা তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাঁর ডান হাতের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এইঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব কাজ করছে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, আহত কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।
কুষ্টিয়ায় কুপিয়ে কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেনের হাত বিচ্ছিন্ন করার ঘটনার মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি পলাশের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধূয়া গ্রামের সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিমুদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মোহাইমিন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) এবং গোলাপ শেখের ছেলে মুকুল (৪২)।
আজ শনিবার বেলা ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধের জেরে গত ৩১ মে দুপুর ২টার সময় পরিকল্পিতভাবে এই হামলা চালায় আসামিরা। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে হাসিবুর বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কমান্ডার আরও বলেন, গত ৩১ মে দুপুরে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন তোফাজ্জেল বিশ্বাস। এ সময় তিনি সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর পৌঁছালে পূর্বপরিকল্পনা মোতাবেক আগে থেকে ওত পেতে থাকা এজাহার নামীয় আসামিরা তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাঁর ডান হাতের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এইঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব কাজ করছে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, আহত কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫