কুষ্টিয়া প্রতিনিধি
চোর সন্দেহে কুষ্টিয়ার খোকসায় এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত–পায়ের আঙুল ভেঙে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। সাত ঘণ্টা পর আজ মঙ্গলবার আহত ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে খোকসা ও পাংশা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে তাকে খোকসার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া কালীবাড়ির মাঠ থেকে উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইফাত জাহান তনুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহত যুবকের হাত-পায়ের অধিকাংশ আঙুল ফাটা। রক্ত ঝড় ছিল। এক্স করতে বলা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’
ভুক্তভোগী যুবকের নাম সুমন (৩০)। তিনি পাবনা জেলার বেড়া থানার সিংহাসন গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরিদ মণ্ডলের মুদি ও রাসায়নিক সারের দোকানে চুরির চেষ্টাকালে গ্রামবাসী ধাওয়া করে। একপর্যায়ে খোকসা ও পাংশার সীমান্তবর্তী এলাকায় চোর চক্রের সদস্য সুমনকে গ্রামবাসী আটক করে। পরে গ্রামবাসী তার ওপর শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে আটক যুবক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে শিমুলিয়া কালীবাড়ির সামনে ফেলে রেখে চলে যায় গ্রামবাসী।
মঙ্গলবার সকালে একজন গ্রাম পুলিশ আহত অবস্থায় যুবককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
তবে ভুক্তভোগী সুমনের দাবি, সে পাংশা উপজেলার কালীতলা গ্রামে বেড়াতে আসছিলেন। বিকেলে ঘুরতে বেরিয়ে গ্রামের পথ হারিয়ে ফেলেন। রাতে পথ চেনার জন্য ওই দোকানের কড়া নাড়লে তাকে চোর সন্দেহে তাড়া করে গ্রামবাসী।’
সুমন বলেন, ‘আটকের পর লোহার বড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত–পায়ের ২০টি আঙুল ভেঙে দিয়েছে। সারা রাত তার ওপর নির্যাতন চালানো হয়। হামলাকারীদের কাছে সে অনেক বার বাঁচার আকুতি করেছে, কিন্তু কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেনি। পরে তাকে খোলা আকাশের নিচে একটি মাঠে ফেলে রাখা হয়।’
মুদি দোকানি ফরিদ মণ্ডলের সঙ্গে কথা বলার জন্য পাংশার গাঁড়াল গ্রামে তার বাড়িতে গেলে তিনি বাড়ি ছিলেন না। তার মা আম্বিয়া জানান, তার ছেলে চোরদের দেখে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে এসে এক চোরকে আটক করে। আর একজন স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী চোরকে মেরে ছেড়ে দিয়েছে।
পাংশার মাছপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম আলী মণ্ডল জানান, রাতে গ্রামের লোক চোর ধরে ছিল শুনেছেন। এর বেশি আর কিছু জানেন না।
খোকসার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজ জানান, রাত ৩টার দিকে মোবাইল ফোনে চোর ধরার ও মারার খবর পান। চোরকে প্রথমে রাজবাড়ি পাংশার লোকজন ধরে। পরে গরু চুরির সন্দেহে শিমুলিয়া গ্রামের লোকেরা নিজেদের কাছে নেয়। দুই পক্ষের নির্যাতনে চোর জ্ঞান হারিয়ে ফেললে গ্রামের লোকজন তাকে ফেলে চলে যায়।
তিনি আর ভয়ে সেখানে যাননি। সকালে থানা-পুলিশের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি এর বেশি খোঁজ করেননি।
শিমুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ শ্যামল কুমার দাস জানান, চোর সন্দেহে যুবকে আটক করে পাংশার লোক। রাতে তাদের কাছ থেকে খোকসার লোকেরা নিয়ে নেয়। তারাই তাকে মারপিট করে কালীবাড়ি মাঠে ফেলে যায়। তিনি এই খবর শুনে থানা-পুলিশের একজন দারোগার সঙ্গে যোগাযোগ করেন। তার নির্দেশে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।
শিমুলিয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে এসআই মশিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, গ্রাম পুলিশ একজনকে উদ্ধার করেছে তিনি শুনেছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য বলেন।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘কেউতো দায় স্বীকার করতে চায় না।’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
চোর সন্দেহে কুষ্টিয়ার খোকসায় এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত–পায়ের আঙুল ভেঙে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। সাত ঘণ্টা পর আজ মঙ্গলবার আহত ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে খোকসা ও পাংশা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে তাকে খোকসার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া কালীবাড়ির মাঠ থেকে উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইফাত জাহান তনুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহত যুবকের হাত-পায়ের অধিকাংশ আঙুল ফাটা। রক্ত ঝড় ছিল। এক্স করতে বলা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’
ভুক্তভোগী যুবকের নাম সুমন (৩০)। তিনি পাবনা জেলার বেড়া থানার সিংহাসন গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরিদ মণ্ডলের মুদি ও রাসায়নিক সারের দোকানে চুরির চেষ্টাকালে গ্রামবাসী ধাওয়া করে। একপর্যায়ে খোকসা ও পাংশার সীমান্তবর্তী এলাকায় চোর চক্রের সদস্য সুমনকে গ্রামবাসী আটক করে। পরে গ্রামবাসী তার ওপর শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে আটক যুবক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে শিমুলিয়া কালীবাড়ির সামনে ফেলে রেখে চলে যায় গ্রামবাসী।
মঙ্গলবার সকালে একজন গ্রাম পুলিশ আহত অবস্থায় যুবককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
তবে ভুক্তভোগী সুমনের দাবি, সে পাংশা উপজেলার কালীতলা গ্রামে বেড়াতে আসছিলেন। বিকেলে ঘুরতে বেরিয়ে গ্রামের পথ হারিয়ে ফেলেন। রাতে পথ চেনার জন্য ওই দোকানের কড়া নাড়লে তাকে চোর সন্দেহে তাড়া করে গ্রামবাসী।’
সুমন বলেন, ‘আটকের পর লোহার বড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত–পায়ের ২০টি আঙুল ভেঙে দিয়েছে। সারা রাত তার ওপর নির্যাতন চালানো হয়। হামলাকারীদের কাছে সে অনেক বার বাঁচার আকুতি করেছে, কিন্তু কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেনি। পরে তাকে খোলা আকাশের নিচে একটি মাঠে ফেলে রাখা হয়।’
মুদি দোকানি ফরিদ মণ্ডলের সঙ্গে কথা বলার জন্য পাংশার গাঁড়াল গ্রামে তার বাড়িতে গেলে তিনি বাড়ি ছিলেন না। তার মা আম্বিয়া জানান, তার ছেলে চোরদের দেখে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে এসে এক চোরকে আটক করে। আর একজন স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী চোরকে মেরে ছেড়ে দিয়েছে।
পাংশার মাছপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম আলী মণ্ডল জানান, রাতে গ্রামের লোক চোর ধরে ছিল শুনেছেন। এর বেশি আর কিছু জানেন না।
খোকসার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজ জানান, রাত ৩টার দিকে মোবাইল ফোনে চোর ধরার ও মারার খবর পান। চোরকে প্রথমে রাজবাড়ি পাংশার লোকজন ধরে। পরে গরু চুরির সন্দেহে শিমুলিয়া গ্রামের লোকেরা নিজেদের কাছে নেয়। দুই পক্ষের নির্যাতনে চোর জ্ঞান হারিয়ে ফেললে গ্রামের লোকজন তাকে ফেলে চলে যায়।
তিনি আর ভয়ে সেখানে যাননি। সকালে থানা-পুলিশের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি এর বেশি খোঁজ করেননি।
শিমুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ শ্যামল কুমার দাস জানান, চোর সন্দেহে যুবকে আটক করে পাংশার লোক। রাতে তাদের কাছ থেকে খোকসার লোকেরা নিয়ে নেয়। তারাই তাকে মারপিট করে কালীবাড়ি মাঠে ফেলে যায়। তিনি এই খবর শুনে থানা-পুলিশের একজন দারোগার সঙ্গে যোগাযোগ করেন। তার নির্দেশে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।
শিমুলিয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে এসআই মশিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, গ্রাম পুলিশ একজনকে উদ্ধার করেছে তিনি শুনেছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য বলেন।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘কেউতো দায় স্বীকার করতে চায় না।’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫