ইবি প্রতিনিধি
নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনের আড়াই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের লোকজন ঘটনাস্থলে আসেন। এরপর শিক্ষার্থীদের আগামীকাল মঙ্গলবার প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পেয়ে আন্দোলনকারীরা প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে প্রধান ফটক ছেড়ে দেন।
আন্দোলনরত বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—নিম্নমানের খাবারের সমস্য নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও ধীর গতির ওয়াইফাই সংযোগের পরিবর্তন।
এদিকে প্রধান ফটক আটকে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে পড়ে। ফলে বিকেলের নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস থেকে বের হতে হতে পারেনি। নির্ধারিত সময়ে বাস না চলায় প্রায় এক হাজার সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের বাধা পেয়ে বিরক্তি প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীদের মেইন গেটের পাশের থানা গেট দিয়ে বের হতে দেখা গেছে। এ সময় তাঁদের চোখে-মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজা কুমার বলেন, ‘প্রতিদিন নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়। আমরা মেসে গিয়ে খাওয়া-দাওয়া করি। আজকে বাস আটকে পড়ায় আমরা ভোগান্তিতে পড়েছি। পেটে ক্ষুধা, কাছে নেই টাকা।’
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বাস আটকে রেখে আন্দোলনের কোনো মানে হয় না। কোনো দাবি থাকলে কথা বলার জন্য নির্দিষ্ট সেল আছে। এভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা উচিত নয়। এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। আমি মনে করি এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা সবাইকে জানিয়েছি বিষয়টা। আলোচনা করছি। আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সমাধানের পথ খোঁজা হবে।’
নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনের আড়াই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের লোকজন ঘটনাস্থলে আসেন। এরপর শিক্ষার্থীদের আগামীকাল মঙ্গলবার প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পেয়ে আন্দোলনকারীরা প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে প্রধান ফটক ছেড়ে দেন।
আন্দোলনরত বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—নিম্নমানের খাবারের সমস্য নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও ধীর গতির ওয়াইফাই সংযোগের পরিবর্তন।
এদিকে প্রধান ফটক আটকে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে পড়ে। ফলে বিকেলের নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস থেকে বের হতে হতে পারেনি। নির্ধারিত সময়ে বাস না চলায় প্রায় এক হাজার সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের বাধা পেয়ে বিরক্তি প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীদের মেইন গেটের পাশের থানা গেট দিয়ে বের হতে দেখা গেছে। এ সময় তাঁদের চোখে-মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজা কুমার বলেন, ‘প্রতিদিন নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়। আমরা মেসে গিয়ে খাওয়া-দাওয়া করি। আজকে বাস আটকে পড়ায় আমরা ভোগান্তিতে পড়েছি। পেটে ক্ষুধা, কাছে নেই টাকা।’
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বাস আটকে রেখে আন্দোলনের কোনো মানে হয় না। কোনো দাবি থাকলে কথা বলার জন্য নির্দিষ্ট সেল আছে। এভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা উচিত নয়। এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। আমি মনে করি এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা সবাইকে জানিয়েছি বিষয়টা। আলোচনা করছি। আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সমাধানের পথ খোঁজা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫