কুষ্টিয়া প্রতিনিধি
সংযোগ বন্ধ করে বিদ্যুতের উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারের শ্রমিকেরা। বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার আধা ঘণ্টা আগেই সংযোগ চালু করা হয়। এতে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ শনিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খোকন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিদ্যুতের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে জানান, শ্রমিকেরা এক অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকের নাম মো. মানিক হোসেন (৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আহত শ্রমিক একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে রাজু হোসেন (৪৫)।
কর্মরত শ্রমিকেরা জানান, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) হয়ে পৌরসভার খোকন মোড় এলাকায় উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ময়েজ এন্টারপ্রাইজের শ্রমিকেরা। উন্নয়নকাজের জন্য বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী মো. রাজু হোসেন। কাজ চলার সময়ে শ্রমিকদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কথা হয় রাজুর।
এদিকে আজ বেলা দেড়টার দিকে কাজ শেষ না হতেই সংযোগ চালু করা হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন। অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান বলে জানান শ্রমিকেরা।
এ বিষয়ে শ্রমিক রফিকুল ইসলাম জানান, তাঁরা খোকন মোড়ে কাজ করছিলেন। সহকারী প্রকৌশলী মো. রাজুর সঙ্গে তাঁদের বারবার কথা হচ্ছিল। ২টা পর্যন্ত সংযোগ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হওয়ায় দুর্ঘটনায় মানিক মারা যান এবং হেডমিস্ত্রি আহত হন।
এ বিষয়ে ঠিকাদার ময়েজ উদ্দিন জানান, তিনি অন্য জায়গায় কাজে ব্যস্ত ছিলেন। বিদ্যুতের সংযোগ বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই সংযোগ চালু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
এদিকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী ওজোপাডিকোলির প্রকৌশলী মো. মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, ‘এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকেরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘বিদ্যুৎ অফিস ২টার পরিবর্তে দেড়টার দিকে সংযোগ চালু করায় এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।’
সংযোগ বন্ধ করে বিদ্যুতের উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারের শ্রমিকেরা। বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার আধা ঘণ্টা আগেই সংযোগ চালু করা হয়। এতে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ শনিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খোকন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিদ্যুতের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে জানান, শ্রমিকেরা এক অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকের নাম মো. মানিক হোসেন (৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আহত শ্রমিক একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে রাজু হোসেন (৪৫)।
কর্মরত শ্রমিকেরা জানান, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) হয়ে পৌরসভার খোকন মোড় এলাকায় উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ময়েজ এন্টারপ্রাইজের শ্রমিকেরা। উন্নয়নকাজের জন্য বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী মো. রাজু হোসেন। কাজ চলার সময়ে শ্রমিকদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কথা হয় রাজুর।
এদিকে আজ বেলা দেড়টার দিকে কাজ শেষ না হতেই সংযোগ চালু করা হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন। অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান বলে জানান শ্রমিকেরা।
এ বিষয়ে শ্রমিক রফিকুল ইসলাম জানান, তাঁরা খোকন মোড়ে কাজ করছিলেন। সহকারী প্রকৌশলী মো. রাজুর সঙ্গে তাঁদের বারবার কথা হচ্ছিল। ২টা পর্যন্ত সংযোগ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হওয়ায় দুর্ঘটনায় মানিক মারা যান এবং হেডমিস্ত্রি আহত হন।
এ বিষয়ে ঠিকাদার ময়েজ উদ্দিন জানান, তিনি অন্য জায়গায় কাজে ব্যস্ত ছিলেন। বিদ্যুতের সংযোগ বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই সংযোগ চালু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
এদিকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে কুমারখালী ওজোপাডিকোলির প্রকৌশলী মো. মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, ‘এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকেরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘বিদ্যুৎ অফিস ২টার পরিবর্তে দেড়টার দিকে সংযোগ চালু করায় এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে