কুমারখালী (কুষ্টিয়া), প্রতিনিধি
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হারিয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেতে প্রতিদিন সকালে থানা চত্বরে বসে থাকেন তিনি।
আজ সকাল পৌনে ১১টায় থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার পানির ফোয়ারার সামনে বসে আছেন জব্বার শেখ। তাঁর চোখে মুখে হতাশার ছাপ।
ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, ' বাপরে! মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয় করার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি গত পরশু চুরি হয়ে গেছে। ভ্যানটি দুই বছর আগে শক্তি সমবায় সমিতি থেকে লোন (ঋণ) করে কিনেছিলাম। ভ্যানের জন্য প্রতি সপ্তাহে বারো শ টাকা করে কিস্তি দিতে হয়। থানায় জিডি করেছি, প্রতিদিন ভ্যানের জন্য ঘুরছি কিন্তু ভ্যান পাচ্ছি না। এখন খাব কি, কিস্তি দেব ক্যাম্বো (কীভাবে)। কিছু বুঝছি না।'
তিনি আরও বলেন, ' সংসারে আমি আর আমার স্ত্রী। আমাদের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। এক সময় সন্তানেরা খাওয়ার খরচপাতি দিত। কিন্তু বছর দু-এক হল ছেলে-মেয়েরা আর কিছু দেয় না। তাই লোন তুলে ভ্যান কিনে স্বামী-স্ত্রী কোনোমতে বেঁচে আছি। তবে পরশু ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না।'
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জব্বার শেখ পৌর তহবাজারের এক নম্বর গেটে যান। সেখানে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রেখে বাজারের ভেতরে প্রবেশ করেন। এরপর ১০ মিনিট পরে ফিরে এসে তিনি তাঁর ভ্যানটি খুঁজে পাননি। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটি না পাওয়ায় থানায় একটি জিডি (নম্বর ১১৬৪) করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হারিয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেতে প্রতিদিন সকালে থানা চত্বরে বসে থাকেন তিনি।
আজ সকাল পৌনে ১১টায় থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার পানির ফোয়ারার সামনে বসে আছেন জব্বার শেখ। তাঁর চোখে মুখে হতাশার ছাপ।
ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, ' বাপরে! মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয় করার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি গত পরশু চুরি হয়ে গেছে। ভ্যানটি দুই বছর আগে শক্তি সমবায় সমিতি থেকে লোন (ঋণ) করে কিনেছিলাম। ভ্যানের জন্য প্রতি সপ্তাহে বারো শ টাকা করে কিস্তি দিতে হয়। থানায় জিডি করেছি, প্রতিদিন ভ্যানের জন্য ঘুরছি কিন্তু ভ্যান পাচ্ছি না। এখন খাব কি, কিস্তি দেব ক্যাম্বো (কীভাবে)। কিছু বুঝছি না।'
তিনি আরও বলেন, ' সংসারে আমি আর আমার স্ত্রী। আমাদের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। এক সময় সন্তানেরা খাওয়ার খরচপাতি দিত। কিন্তু বছর দু-এক হল ছেলে-মেয়েরা আর কিছু দেয় না। তাই লোন তুলে ভ্যান কিনে স্বামী-স্ত্রী কোনোমতে বেঁচে আছি। তবে পরশু ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না।'
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জব্বার শেখ পৌর তহবাজারের এক নম্বর গেটে যান। সেখানে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রেখে বাজারের ভেতরে প্রবেশ করেন। এরপর ১০ মিনিট পরে ফিরে এসে তিনি তাঁর ভ্যানটি খুঁজে পাননি। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটি না পাওয়ায় থানায় একটি জিডি (নম্বর ১১৬৪) করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে