কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে এক নববধূ ও তাঁর শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপে কামড় দেয়।
এ ঘটনায় মৃতরা হলেন উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের মামুদানীপুর গ্রামের হাবুল বাহারের স্ত্রী কামরুন্নাহার (১৮) ও তাঁর মা জয়নব বেগম (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু।
চেয়ারম্যান বলেন, রাতে নববধূর কোমরে ও শাশুড়ির হাতে কিছু একটা কামড় দেয়। সাপের কামড় সন্দেহে তাঁরা রাতভর কবিরাজ-ওঝাদের চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরে সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নববধূ এবং পরে তাঁর শাশুড়ি মারা যান।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নববধূ কামরুন্নাহার তাঁর স্বামীকে কোমরে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। এ সময় পাশের ঘর থেকে তাঁর শাশুড়ি জয়নব বেগমও তাঁর স্বামী আব্দুস ছাত্তারকে হাতে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান।
এরপর রাতেই শুরু হয় গ্রামের কবিরাজ ও ওঝাদের অপচিকিৎসা। একপর্যায়ে সকাল ৬টার দিকে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছু সময় পর অসুস্থ নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আগে নববধূ ও পরে তাঁর শাশুড়ির মৃত্যু হয়। মাত্র ছয় মাস আগে মৃত জয়নব বেগমের ছোট ছেলে বাহারের সঙ্গে বিয়ে হয় কামরুন্নাহারের।
মৃত জয়নব বেগমের বড় ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তাঁর মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও কোমরে পোকায় কামড় দেওয়ার কথা বলে। ভোরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের বিষধর সাপে কেটেছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে এক নববধূ ও তাঁর শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপে কামড় দেয়।
এ ঘটনায় মৃতরা হলেন উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের মামুদানীপুর গ্রামের হাবুল বাহারের স্ত্রী কামরুন্নাহার (১৮) ও তাঁর মা জয়নব বেগম (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু।
চেয়ারম্যান বলেন, রাতে নববধূর কোমরে ও শাশুড়ির হাতে কিছু একটা কামড় দেয়। সাপের কামড় সন্দেহে তাঁরা রাতভর কবিরাজ-ওঝাদের চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরে সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নববধূ এবং পরে তাঁর শাশুড়ি মারা যান।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নববধূ কামরুন্নাহার তাঁর স্বামীকে কোমরে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। এ সময় পাশের ঘর থেকে তাঁর শাশুড়ি জয়নব বেগমও তাঁর স্বামী আব্দুস ছাত্তারকে হাতে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান।
এরপর রাতেই শুরু হয় গ্রামের কবিরাজ ও ওঝাদের অপচিকিৎসা। একপর্যায়ে সকাল ৬টার দিকে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছু সময় পর অসুস্থ নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আগে নববধূ ও পরে তাঁর শাশুড়ির মৃত্যু হয়। মাত্র ছয় মাস আগে মৃত জয়নব বেগমের ছোট ছেলে বাহারের সঙ্গে বিয়ে হয় কামরুন্নাহারের।
মৃত জয়নব বেগমের বড় ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তাঁর মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও কোমরে পোকায় কামড় দেওয়ার কথা বলে। ভোরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের বিষধর সাপে কেটেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে