Ajker Patrika

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গ নিয়ে ৮ জন কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি ছিলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসনের হিসেবে, গত ২৪ ঘণ্টায় ৯৮৮টি নমুনায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ। সুস্থ হয়েছেন ১৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮৫২ জন।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে রোগীদের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গেলেও সময়মতো পরিবর্তন করে দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, এখানে কোন অক্সিজেন সংকট নেই। মারা গেলে রোগীর স্বজন অভিযোগ করেই থাকে। খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী। তারপরও আমরা ঠিকমতো সেবা দিতে পারছি। অক্সিজেনের কোন সংকট নেই। তবে রোগীদের অক্সিজেন লেভেল কমে গেলে শেষ মুহূর্তে হাসপাতালে আনা হচ্ছে । ফলে আর কিছু করা সম্ভব হচ্ছে না।

ডা. আবদুল মোমেন আরও বলেন, কুষ্টিয়া হাসপাতালে এখন পর্যন্ত করোনা নিয়ে ১৮৩ জন আর উপসর্গ নিয়ে ৬৭ জন ভর্তি আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত