Ajker Patrika

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। মৃতদের ১০ জন করোনা পজিটিভ এবং ৪ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। হাসপাতালে এখন করোনা পজিটিভ ২০৭ জন আর উপসর্গ নিয়ে ৫৫ জন মোট ২৬২ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে আরোগ্য লাভ করেছেন ২২১ জন।

জেলা প্রশাসনের হিসেবে, ৮২টি নমুনা পরীক্ষায় আরও ২১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ। ঈদের ছুটির কারণে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার থেকে আবার শুরু হবে।

ডা. আবদুল মোমেন বলেন, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করানো হচ্ছে। নমুনা পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত কারও করোনার উপসর্গ দেখা দিলে নিজ দায়িত্বে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, ঈদ ঘিরে মানুষে মানুষে সম্পৃক্ততা বেড়েছে। এখনো ঢাকা থেকে বাড়িতে আসছেন মানুষ। অনেকেই ফিরে যাচ্ছেন। ঈদে কোরবানি, ঘোরাঘুরি, চামড়া কেনা-বেচা সব জায়গাতেই মানুষের উপস্থিতি বেড়েছে। এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। এ কারণে আবার করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বে উঠতে পারবে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত