Ajker Patrika

করোনায় কুষ্টিয়ায় আরও ৮ জনের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০: ২৫
করোনায় কুষ্টিয়ায় আরও ৮ জনের মৃত্যু

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাহুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। তিনি বলেন, এ দিন করোনা উপসর্গ নিয়ে ভর্তি থাকা অবজারভেশন ওয়ার্ডে কারও মৃত্যু হয়নি। বর্তমানে এই হাসপাতালে ১৭১ জন করোনায় আক্রান্ত ও ৪৩ জন উপসর্গ নিয়ে মোট ২১৪ জন রোগী ভর্তি রয়েছেন। 

অন্যদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত