ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।
এদিকে অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো—এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।
জানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা তাঁদের সঙ্গে থাকা বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। সে সময় বহিরাগত আকাশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাইরে পেলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর সন্ধ্যায় জিসাদ ও সুপ্ত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের জন্য তেল আনতে গেলে, তাঁদের মারধর করেন আকাশসহ তিন চারজন বহিরাগত।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চান। দাবি পূরণ না হলে আন্দোলন চলমান রাখবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।
এদিকে অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো—এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।
জানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা তাঁদের সঙ্গে থাকা বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। সে সময় বহিরাগত আকাশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাইরে পেলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর সন্ধ্যায় জিসাদ ও সুপ্ত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের জন্য তেল আনতে গেলে, তাঁদের মারধর করেন আকাশসহ তিন চারজন বহিরাগত।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চান। দাবি পূরণ না হলে আন্দোলন চলমান রাখবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫