Ajker Patrika

সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৫: ৫২
সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে এবয় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকেরা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়া সিঁড়ি রুমে বসে সাংবাদিকেরা রুবেল হত্যার বিচার চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। 

কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। পরে সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা। 

উল্লেখ্য, ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের পাঁচ দিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছেন জেলার সর্বস্তরের সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত