শামসুজ্জোহা সুজন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুদাম ঘর দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের রাখার অভিযোগ উঠেছে। পাশের একটি সেতু নির্মাণের জন্য ওই গুদাম ঘরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুর কাজ শেষ হলেও গুদামটি সরানো হয়নি। মাঠ দখলে থাকায় খেলাধুলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কেউ দায় নিচ্ছেন না।
এলাকাবাসী জানায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার সড়কের সেতু নির্মাণের ঠিকাদার কুড়িগ্রামের মেসার্স ফাহিম ট্রেডার্স ২০২২ সালের মাঝামাঝিতে নির্মাণসামগ্রী রাখার জন্য পূর্ব বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করে।
সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে তিন থেকে চার মাস আগে। তবে গুদাম ঘরটি এখনো সরেনি। ওই গুদাম ঘরেই মালামাল রেখে অন্য আরেকটি নির্মাণকাজ চালাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। পণ্য আনা নেওয়ার জন্য বিদ্যালয়ে যানবাহন আসতে থাকে। সে জন্য শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষকের যোগসাজশেই বিদ্যালয় মাঠে গুদাম ঘরটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সঙ্গে আলোচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম ঘর নির্মাণ করেছে। আমি তাদেরকে বলেছিলাম, সরকারি জায়গায় ঘর নির্মাণ ঠিক হবে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাহিম ট্রেডার্সের বক্তব্য জানতে তাদের নির্মাণ করা গুদাম ঘরের সামনের তথ্য বিবরণী বোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় মাঠে গুদাম ঘর নির্মাণ করার সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠে গুদাম ঘর নির্মাণ করেছে বিষয়টি জানতাম না। ঠিকাদারকে দ্রুত গুদাম ঘর সরিয়ে নিতে বলা হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুদাম ঘর দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের রাখার অভিযোগ উঠেছে। পাশের একটি সেতু নির্মাণের জন্য ওই গুদাম ঘরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুর কাজ শেষ হলেও গুদামটি সরানো হয়নি। মাঠ দখলে থাকায় খেলাধুলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কেউ দায় নিচ্ছেন না।
এলাকাবাসী জানায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার সড়কের সেতু নির্মাণের ঠিকাদার কুড়িগ্রামের মেসার্স ফাহিম ট্রেডার্স ২০২২ সালের মাঝামাঝিতে নির্মাণসামগ্রী রাখার জন্য পূর্ব বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করে।
সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে তিন থেকে চার মাস আগে। তবে গুদাম ঘরটি এখনো সরেনি। ওই গুদাম ঘরেই মালামাল রেখে অন্য আরেকটি নির্মাণকাজ চালাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। পণ্য আনা নেওয়ার জন্য বিদ্যালয়ে যানবাহন আসতে থাকে। সে জন্য শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষকের যোগসাজশেই বিদ্যালয় মাঠে গুদাম ঘরটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সঙ্গে আলোচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম ঘর নির্মাণ করেছে। আমি তাদেরকে বলেছিলাম, সরকারি জায়গায় ঘর নির্মাণ ঠিক হবে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাহিম ট্রেডার্সের বক্তব্য জানতে তাদের নির্মাণ করা গুদাম ঘরের সামনের তথ্য বিবরণী বোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় মাঠে গুদাম ঘর নির্মাণ করার সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠে গুদাম ঘর নির্মাণ করেছে বিষয়টি জানতাম না। ঠিকাদারকে দ্রুত গুদাম ঘর সরিয়ে নিতে বলা হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে