Ajker Patrika

২-৩ মাসের মধ্যে সরকারের পতনঘণ্টা বেজে উঠবে: মাহবুব উদ্দিন

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ২২: ৩৮
২-৩ মাসের মধ্যে সরকারের পতনঘণ্টা বেজে উঠবে: মাহবুব উদ্দিন

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দু-তিন মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনঘণ্টা বেজে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ শুক্রবার কুড়িগ্রাম শহরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন দলটির এই কেন্দ্রীয় নেতা। 

খোকন বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়, আওয়ামী লীগ ২০০৮ সালে সামরিক সরকার ও ভারতের সঙ্গে আঁতাত করে আর পরবর্তী সময় বিনা ভোটে ক্ষমতায় এসেছে। এ সরকার দেশের ভোট-ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের বাঁচার অধিকার হরণ করেছে। লুটপাট আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দু-তিন মাসের মধ্যে এই সরকারের পতনঘণ্টা বেজে উঠবে।’ 

সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশে খোকন বলেন, ‘আপনি বলেছেন আমেরিকা আমাকে চায় না। আপনার সরকারকে কেন আমেরিকা চায় না—তা ভেবে দেখেছেন? আপনি গণতন্ত্রের নামে স্বৈরাচারীভাবে দেশ শাসন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছেন।’ 

পুলিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশের যেসব কর্মকর্তা সরকারের হয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন, আপনাদের আমরা চিনে রাখছি। আপনাদেরও বিচার হবে। এ জন্য অতি উৎসাহী হবেন না। যদি আওয়ামী লীগের হয়ে কাজ করেন, তাহলে চাকরি ছেড়ে রাজনীতি করেন।’ বক্তব্যে খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। 

 

কুড়িগ্রাম শহরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জনসমাবেশের বিপরীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘শান্তি সমাবেশের নামে যারা আমাদের সমাবেশে বাধা দিচ্ছেন, মুক্তিযুদ্ধের শান্তি কমিটির মতো তাদেরও একদিন বিচার করা হবে।’ 

কুড়িগ্রাম শহরের এনআর প্লাজা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানাসহ বিএনপির জেলা ও উপজেলার নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত