রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বন্য হাতি ফসলের ব্যাপক ক্ষতি করেছে। ভারত সীমান্ত পেরিয়ে আসা তিনটি বন্য হাতি ফসলের খেতে হানা দেয় বলে জানিয়েছেন কৃষকেরা। ঢাক-ঢোল বাজিয়ে, আগুন জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন তাঁরা।
আজ সোমবার সকালে ঘটনাস্থলে ঘুরে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসে এই তিনটি বন্য হাতি। গত শনিবার রাত ৯টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগারচর এলাকা দিয়ে এসব বন্য হাতি লোকালয়ে ঢুকে। শনিবার রাত ৯ টা থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হাতি উপজেলার আলগারচর, খেওয়ারচর, বকবান্ধা, ঝাউবাড়ী, পাটাধোয়াপাড়া, কলাবাড়ী, বারবান্ধা, চুলিয়ারচর, বড়াইবাড়ী, পূর্ব দুবলাবাড়ী এ ১০ গ্রামের বোরো খেতে তাণ্ডব চালায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমির বোরো ধান খেয়ে ফেলা ছাড়াও তছনছ করে হাতিরা। পরে গতকাল সোমবার ভোরেই সীমানা পিলার ১০৭১ এর কাছ দিয়ে ভারতে চলে যায় এসব হাতি। তবে এখনো আতঙ্ক কাটেনি সীমান্তবর্তী এলাকার কৃষকদের। প্রতি বছরে কয়েকবার বন্য হাতি বাংলাদেশের ভেতরে ঢুকে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করে। ভারত থেকে আসা এসব বন্য হাতি বাংলাদেশের অভ্যন্তরে যেন না ঢুকতে পারে সেজন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান সীমান্তবর্তী এলাকার মানুষেরা।
ঝাউবাড়ী গ্রামের গোলাম হোসেন জানান, তাঁর ২০ শতক জমির বোরো ধান খেয়ে ফেলাসহ নষ্ট করেছে হাতি। এ ছাড়াও সরবেশ আলীর ১৫ শতক জমির ধান, সোহান আলীর ১২ শতক, ইউনুছ আলীর ২০ শতক, কলাবাড়ী গ্রামের মোবারক হোসেনের ২১ শতক, আব্দুল কাদেরের ১৩ শতক, বারবান্ধা গ্রামের রঞ্জু মিয়ার ১০ শতক জমির ধান ও চুলিয়ারচর গ্রামের নজরুল ইসলামের ৩০ শতক জমির ধানসহ শতাধিক কৃষকের বোরো ধান নষ্ট করেছে বন্য হাতি।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ভারতীয় তিনটি বন্য হাতি বাংলাদেশে ঢুকে কৃষকের জমির ধান খেয়ে ফেলেছে। নষ্ট করেছে ফসল। এতে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার কৃষকদের। এভাবে ভারতীয় বন্য হাতি প্রবেশ করতে থাকলে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা নিঃস্ব হয়ে যাবে।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ভারতীয় বন্য হাতির আক্রমণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবছর এ মৌসুমেই বন্য হাতি এভাবে ফসলের ক্ষতি করে আসছে। তিনি জানান, দু’দিনে মোট ৫ দশমিক ১ হেক্টর জমির বোরো ধান ক্ষতি করেছে ভারতীয় বন্য হাতি।
চিলমারী উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড ইকবাল হোসেন খানের মোবাইলে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম সরোয়ার রাব্বী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।
কুড়িগ্রামের রৌমারীতে বন্য হাতি ফসলের ব্যাপক ক্ষতি করেছে। ভারত সীমান্ত পেরিয়ে আসা তিনটি বন্য হাতি ফসলের খেতে হানা দেয় বলে জানিয়েছেন কৃষকেরা। ঢাক-ঢোল বাজিয়ে, আগুন জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন তাঁরা।
আজ সোমবার সকালে ঘটনাস্থলে ঘুরে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসে এই তিনটি বন্য হাতি। গত শনিবার রাত ৯টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগারচর এলাকা দিয়ে এসব বন্য হাতি লোকালয়ে ঢুকে। শনিবার রাত ৯ টা থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হাতি উপজেলার আলগারচর, খেওয়ারচর, বকবান্ধা, ঝাউবাড়ী, পাটাধোয়াপাড়া, কলাবাড়ী, বারবান্ধা, চুলিয়ারচর, বড়াইবাড়ী, পূর্ব দুবলাবাড়ী এ ১০ গ্রামের বোরো খেতে তাণ্ডব চালায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমির বোরো ধান খেয়ে ফেলা ছাড়াও তছনছ করে হাতিরা। পরে গতকাল সোমবার ভোরেই সীমানা পিলার ১০৭১ এর কাছ দিয়ে ভারতে চলে যায় এসব হাতি। তবে এখনো আতঙ্ক কাটেনি সীমান্তবর্তী এলাকার কৃষকদের। প্রতি বছরে কয়েকবার বন্য হাতি বাংলাদেশের ভেতরে ঢুকে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করে। ভারত থেকে আসা এসব বন্য হাতি বাংলাদেশের অভ্যন্তরে যেন না ঢুকতে পারে সেজন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান সীমান্তবর্তী এলাকার মানুষেরা।
ঝাউবাড়ী গ্রামের গোলাম হোসেন জানান, তাঁর ২০ শতক জমির বোরো ধান খেয়ে ফেলাসহ নষ্ট করেছে হাতি। এ ছাড়াও সরবেশ আলীর ১৫ শতক জমির ধান, সোহান আলীর ১২ শতক, ইউনুছ আলীর ২০ শতক, কলাবাড়ী গ্রামের মোবারক হোসেনের ২১ শতক, আব্দুল কাদেরের ১৩ শতক, বারবান্ধা গ্রামের রঞ্জু মিয়ার ১০ শতক জমির ধান ও চুলিয়ারচর গ্রামের নজরুল ইসলামের ৩০ শতক জমির ধানসহ শতাধিক কৃষকের বোরো ধান নষ্ট করেছে বন্য হাতি।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ভারতীয় তিনটি বন্য হাতি বাংলাদেশে ঢুকে কৃষকের জমির ধান খেয়ে ফেলেছে। নষ্ট করেছে ফসল। এতে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার কৃষকদের। এভাবে ভারতীয় বন্য হাতি প্রবেশ করতে থাকলে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা নিঃস্ব হয়ে যাবে।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ভারতীয় বন্য হাতির আক্রমণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবছর এ মৌসুমেই বন্য হাতি এভাবে ফসলের ক্ষতি করে আসছে। তিনি জানান, দু’দিনে মোট ৫ দশমিক ১ হেক্টর জমির বোরো ধান ক্ষতি করেছে ভারতীয় বন্য হাতি।
চিলমারী উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড ইকবাল হোসেন খানের মোবাইলে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম সরোয়ার রাব্বী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে