কুড়িগ্রাম প্রতিনিধি
বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) নীতিমালার মাধ্যমে নতুন শিল্পকারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে প্রায় ১৭ বছর পর সেখানে আবারও কর্মসংস্থানের দ্বার খুলতে যাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে মিল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির কাছে হস্তান্তর করে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। সংস্থাটি জানায়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা পদ্ধতিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের কাছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস হস্তান্তর করা হয়েছে।
মিল সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে তৎকালীন এরশাদ সরকার এই অঞ্চলের বেকার সমস্যা দূর ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস স্থাপন করে। নানা সংকট ও লোকসানে পড়ে ২০০৭ সাল থেকে এটি বন্ধ হয়ে যায়। ফলে শত শত শ্রমিক-কর্মচারী বেকার হয়ে যান। এখন ৩০ বছরের জন্য মিলটি ভাড়া নেওয়া ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং মাসে ৪ লাখ ৬ হাজার ৫১০ টাকা ভাড়া দেবে। তবে যন্ত্রপাতি স্থাপন ও প্রস্তুতি সম্পন্ন করতে হস্তান্তরের ৩০ মাস পর থেকে বিটিএমসিকে এ ভাড়া দেওয়া শুরু হবে। চুক্তি অনুযায়ী মিল চত্বরের ভূমি বিক্রি কিংবা ব্যাংকে জামানত দিয়ে ঋণ নিতে পারবে না প্রতিষ্ঠানটি। এমনকি চত্বরে স্থাপনা নির্মাণে কোনো গাছ কাটার প্রয়োজন হলে সরকারি বিধিবিধান মেনে তা সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে বিটিএমসি।
আগে টেক্সটাইল মিলসে সুতা ও তুলাজাত পণ্য উৎপাদন হলেও সেসব পণ্য আর উৎপাদন হবে না। চুক্তি অনুযায়ী ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এখানে বহুমুখী উৎপাদনপদ্ধতিতে কয়েকটি ব্যবসার পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিটিএমসির জেনারেল ম্যানেজার (জিএম) কাজী ফিরোজ হোসেন বলেন, ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এখানে কয়েকটি শিল্পকারখানা চালু করবে। এ জন্য তারা আমাদের পুরোনো স্থাপনা ব্যবহারের পাশাপাশি নতুন স্থাপনা তৈরি করবে। তারা সরকারি বিধান ও পরিবেশ আইন মেনে এখানে নির্মাণ কার্যক্রম ও কারখানা পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে তারা এখানে ভুট্টাজাত পণ্য (ভুট্টার স্টার্চ ও তরল গ্লুকোজ), অটোব্রিক ও অটো ব্লক, ডেইরি ও অ্যাগ্রো এবং বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন—এই চারটি শিল্পকারখানা গড়ে তুলবে। কার্যক্রম পরিচালনা নজরদারি করতে মিল চত্বরে বিটিএমসির কার্যালয় থাকবে। সেখানে আমাদের নিজস্ব জনবল কাজ করবে। রাষ্ট্র ও সরকারের স্বার্থহানি হয় এমন কোনো কার্যক্রম এখানে চলার কোনো সুযোগ নেই।’
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, ‘রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। এ জন্য আমি এখানে শিল্পকারখানা চালু করতে এসেছি। এখানে আমার কোম্পানি খুব লাভবান হবে বলে আমি মনে করি না। কিন্তু সরকারের মতো আমারও চাওয়া এখানকার মানুষের কর্মসংস্থান। আমি এমন কিছু শিল্প এখানে করতে চাই, যাতে এই অঞ্চলের স্থানীয় লোকজনের কর্মসংস্থানের বিশাল পরিবেশ সৃষ্টি হবে। আর্থসামাজিক উন্নয়ন হওয়ার পাশাপাশি দেশের কল্যাণ হয় এমন পণ্য এখানে উৎপাদন করব। অতিসত্বর আমরা কাজে হাত দেব।’
বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হোসেন বলেন, ‘এ প্রতিষ্ঠান বিটিএমসির থাকবে, সরকারের থাকবে। কিন্তু কর্মসংস্থান হবে কুড়িগ্রামের মানুষের। এখানকার উন্নয়ন হবে। এ এলাকার সম্পদ ও ফসল কীভাবে কাজে লাগানো যায়, সেটার ভাবনা থেকে এখানে আসা। এখানে কুড়িগ্রামবাসীর জন্য যে কর্মসংস্থান ছিল, সেই কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে; যাতে এখানকার অর্থনীতির চাকা ঘোরে। এ এলাকার উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। আমরা আশা করি, এবার এখানে শিল্পকারখানা চালুর মাধ্যমে এ এলাকার মানুষের কর্মসংস্থান হবে।’
হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএমসির পরিচালক ও অতিরিক্ত সচিব রকিবুল বারী, কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম কুদরত এ খুদা, টেক্সটাইল মিলসের ইনচার্জ আরিফুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) নীতিমালার মাধ্যমে নতুন শিল্পকারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে প্রায় ১৭ বছর পর সেখানে আবারও কর্মসংস্থানের দ্বার খুলতে যাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে মিল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির কাছে হস্তান্তর করে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। সংস্থাটি জানায়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা পদ্ধতিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের কাছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস হস্তান্তর করা হয়েছে।
মিল সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে তৎকালীন এরশাদ সরকার এই অঞ্চলের বেকার সমস্যা দূর ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস স্থাপন করে। নানা সংকট ও লোকসানে পড়ে ২০০৭ সাল থেকে এটি বন্ধ হয়ে যায়। ফলে শত শত শ্রমিক-কর্মচারী বেকার হয়ে যান। এখন ৩০ বছরের জন্য মিলটি ভাড়া নেওয়া ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং মাসে ৪ লাখ ৬ হাজার ৫১০ টাকা ভাড়া দেবে। তবে যন্ত্রপাতি স্থাপন ও প্রস্তুতি সম্পন্ন করতে হস্তান্তরের ৩০ মাস পর থেকে বিটিএমসিকে এ ভাড়া দেওয়া শুরু হবে। চুক্তি অনুযায়ী মিল চত্বরের ভূমি বিক্রি কিংবা ব্যাংকে জামানত দিয়ে ঋণ নিতে পারবে না প্রতিষ্ঠানটি। এমনকি চত্বরে স্থাপনা নির্মাণে কোনো গাছ কাটার প্রয়োজন হলে সরকারি বিধিবিধান মেনে তা সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে বিটিএমসি।
আগে টেক্সটাইল মিলসে সুতা ও তুলাজাত পণ্য উৎপাদন হলেও সেসব পণ্য আর উৎপাদন হবে না। চুক্তি অনুযায়ী ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এখানে বহুমুখী উৎপাদনপদ্ধতিতে কয়েকটি ব্যবসার পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিটিএমসির জেনারেল ম্যানেজার (জিএম) কাজী ফিরোজ হোসেন বলেন, ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এখানে কয়েকটি শিল্পকারখানা চালু করবে। এ জন্য তারা আমাদের পুরোনো স্থাপনা ব্যবহারের পাশাপাশি নতুন স্থাপনা তৈরি করবে। তারা সরকারি বিধান ও পরিবেশ আইন মেনে এখানে নির্মাণ কার্যক্রম ও কারখানা পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে তারা এখানে ভুট্টাজাত পণ্য (ভুট্টার স্টার্চ ও তরল গ্লুকোজ), অটোব্রিক ও অটো ব্লক, ডেইরি ও অ্যাগ্রো এবং বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন—এই চারটি শিল্পকারখানা গড়ে তুলবে। কার্যক্রম পরিচালনা নজরদারি করতে মিল চত্বরে বিটিএমসির কার্যালয় থাকবে। সেখানে আমাদের নিজস্ব জনবল কাজ করবে। রাষ্ট্র ও সরকারের স্বার্থহানি হয় এমন কোনো কার্যক্রম এখানে চলার কোনো সুযোগ নেই।’
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, ‘রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। এ জন্য আমি এখানে শিল্পকারখানা চালু করতে এসেছি। এখানে আমার কোম্পানি খুব লাভবান হবে বলে আমি মনে করি না। কিন্তু সরকারের মতো আমারও চাওয়া এখানকার মানুষের কর্মসংস্থান। আমি এমন কিছু শিল্প এখানে করতে চাই, যাতে এই অঞ্চলের স্থানীয় লোকজনের কর্মসংস্থানের বিশাল পরিবেশ সৃষ্টি হবে। আর্থসামাজিক উন্নয়ন হওয়ার পাশাপাশি দেশের কল্যাণ হয় এমন পণ্য এখানে উৎপাদন করব। অতিসত্বর আমরা কাজে হাত দেব।’
বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হোসেন বলেন, ‘এ প্রতিষ্ঠান বিটিএমসির থাকবে, সরকারের থাকবে। কিন্তু কর্মসংস্থান হবে কুড়িগ্রামের মানুষের। এখানকার উন্নয়ন হবে। এ এলাকার সম্পদ ও ফসল কীভাবে কাজে লাগানো যায়, সেটার ভাবনা থেকে এখানে আসা। এখানে কুড়িগ্রামবাসীর জন্য যে কর্মসংস্থান ছিল, সেই কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে; যাতে এখানকার অর্থনীতির চাকা ঘোরে। এ এলাকার উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। আমরা আশা করি, এবার এখানে শিল্পকারখানা চালুর মাধ্যমে এ এলাকার মানুষের কর্মসংস্থান হবে।’
হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএমসির পরিচালক ও অতিরিক্ত সচিব রকিবুল বারী, কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম কুদরত এ খুদা, টেক্সটাইল মিলসের ইনচার্জ আরিফুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে