ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের তৃতীয় দিনে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে শত শত দর্শনার্থী ভিড় করেছে। এ উপজেলায় দর্শনীয় স্থান না থাকায় ভ্রমণপিপাসু মানুষের অবসরে আনন্দ উদ্যাপনের কেন্দ্র হয়ে উঠেছে এই সেতুর দুই তীর।
ঈদের দিন বিকেল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সেতুর দুই পাড়ে জনসমাগম হয়। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু শেখ হাসিনা ধরলা সেতু উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত। খানিকটা বিনোদন ও ভালো লাগার অনুভূতি ভাগাভাগি করতে প্রতি ঈদে এখানে মানুষের ঢল নামে।
সরেজমিন দেখা গেছে, সেতুর দুই পাড়ে ঈদ আনন্দ উপভোগ করতে নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সেতুর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে ছবি ও সেলফি তুলছে।
দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীর জন্য ধরলা সেতুর পশ্চিম পাড়ে অর্ধশতাধিক ডিঙি নৌকা প্রস্তুত থাকায় অনেকে নদী পারাপার হচ্ছে। সেতুর দুই পাড়ে ১৫টি ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি, ফিতা, বেলুনসহ বিভিন্ন দোকান পসরা সাজিয়ে বসেছে।
পাশের লালমনিরহাট জেলা সদরের সাপটানা গ্ৰামের লাবণ্য বেগম ও বর্ণ খাতুন বলেন, ‘ঈদের পর থেকে নানা ব্যস্ততা ও বৃষ্টির কারণে কোথাও বেড়াতে যেতে পারিনি। আজ কয়েকজন বান্ধবী মিলে ঈদের আনন্দ উপভোগ করতে শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে এসেছি। সারা দিন বৃষ্টির পর বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগল। আমরা সবাই মিলে অনেক ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি। ধরলায় ডিঙি নৌকায় ঘুরেছি। ধরলার পাড়ে মনোমুগ্ধকর পরিবেশটা ভিডিও কলে স্বজনদের দেখিয়েছি। সব মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে।’
কুড়িগ্রাম সদরের সারডোব এলাকার বিপুল মিয়া বেলাল ও ফুলবাড়ীর কাশিয়াবাড়ী এলাকার হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া ও ধরলায় ডিঙি নৌকা করে প্রিয়জনদের সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগছে।’
বাঁধে বসে গল্প-আড্ডায় মেতে ওঠা উপজেলার নন্দীরকুটি গ্ৰামের রুবেল, মাহফুজ ও হরিকান্ত বলেন, সেতু পাড়ে পর্যটন স্পট নির্মাণের পাশাপাশি সেতুর দুই পাড়ে ধরলার তীর রক্ষা বাঁধের দুই পাশে বসার ব্যবস্থা করলে ভালো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঈদ-পরবর্তী সময়ে শত শত দর্শনার্থী শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে ঈদের আনন্দ উপভোগ করছে। তাদের নিরাপত্তা ও ঈদ আনন্দ উপভোগ নির্বিঘ্ন করতে পুলিশের টহল রয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে ও আগন্তুকদের বাড়ি না ফেরা পর্যন্ত পুলিশি পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের তৃতীয় দিনে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে শত শত দর্শনার্থী ভিড় করেছে। এ উপজেলায় দর্শনীয় স্থান না থাকায় ভ্রমণপিপাসু মানুষের অবসরে আনন্দ উদ্যাপনের কেন্দ্র হয়ে উঠেছে এই সেতুর দুই তীর।
ঈদের দিন বিকেল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সেতুর দুই পাড়ে জনসমাগম হয়। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু শেখ হাসিনা ধরলা সেতু উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত। খানিকটা বিনোদন ও ভালো লাগার অনুভূতি ভাগাভাগি করতে প্রতি ঈদে এখানে মানুষের ঢল নামে।
সরেজমিন দেখা গেছে, সেতুর দুই পাড়ে ঈদ আনন্দ উপভোগ করতে নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সেতুর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে ছবি ও সেলফি তুলছে।
দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীর জন্য ধরলা সেতুর পশ্চিম পাড়ে অর্ধশতাধিক ডিঙি নৌকা প্রস্তুত থাকায় অনেকে নদী পারাপার হচ্ছে। সেতুর দুই পাড়ে ১৫টি ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি, ফিতা, বেলুনসহ বিভিন্ন দোকান পসরা সাজিয়ে বসেছে।
পাশের লালমনিরহাট জেলা সদরের সাপটানা গ্ৰামের লাবণ্য বেগম ও বর্ণ খাতুন বলেন, ‘ঈদের পর থেকে নানা ব্যস্ততা ও বৃষ্টির কারণে কোথাও বেড়াতে যেতে পারিনি। আজ কয়েকজন বান্ধবী মিলে ঈদের আনন্দ উপভোগ করতে শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে এসেছি। সারা দিন বৃষ্টির পর বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগল। আমরা সবাই মিলে অনেক ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি। ধরলায় ডিঙি নৌকায় ঘুরেছি। ধরলার পাড়ে মনোমুগ্ধকর পরিবেশটা ভিডিও কলে স্বজনদের দেখিয়েছি। সব মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে।’
কুড়িগ্রাম সদরের সারডোব এলাকার বিপুল মিয়া বেলাল ও ফুলবাড়ীর কাশিয়াবাড়ী এলাকার হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া ও ধরলায় ডিঙি নৌকা করে প্রিয়জনদের সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগছে।’
বাঁধে বসে গল্প-আড্ডায় মেতে ওঠা উপজেলার নন্দীরকুটি গ্ৰামের রুবেল, মাহফুজ ও হরিকান্ত বলেন, সেতু পাড়ে পর্যটন স্পট নির্মাণের পাশাপাশি সেতুর দুই পাড়ে ধরলার তীর রক্ষা বাঁধের দুই পাশে বসার ব্যবস্থা করলে ভালো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঈদ-পরবর্তী সময়ে শত শত দর্শনার্থী শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে ঈদের আনন্দ উপভোগ করছে। তাদের নিরাপত্তা ও ঈদ আনন্দ উপভোগ নির্বিঘ্ন করতে পুলিশের টহল রয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে ও আগন্তুকদের বাড়ি না ফেরা পর্যন্ত পুলিশি পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫