Ajker Patrika

ফুলবাড়ীতে ৯৮ বোতল ইস্কাফসহ একজন গ্রেপ্তার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলবাড়ীতে ৯৮ বোতল ইস্কাফসহ একজন গ্রেপ্তার 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯৮ বোতল ইস্কাফ (নেশা জাতীয় সিরাপ) উদ্ধারসহ মো. ফিরোজ ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতলা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৮ বোতল ইস্কাফসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কড়িগ্ৰাম কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত