উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে পৌর শহরেই ৬ নম্বর ওয়ার্ড (সদর) মুন্সিপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে তারা এখন ঘর থেকে বের হতে পারছেন না।
এ ছাড়া পৌর শহরের কোটি টাকার একমাত্র গরুর হাট পানিতে তলিয়ে যাওয়ায় হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে এখানে হাট বসে থাকে। । চারদিকে পানি জমে থাকায় নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি কষ্ট করছেন বয়স্ক, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ লোকজনেরা।
সরেজমিনে আজ সোমবার দুপুরে পৌরশহরের মুন্সিপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই পানি জমে আছে।
এলাকাবাসী নুর ইসলাম, কাশেম মিয়া, রানা মিয়া, হান্নান মিয়া, মল্লিকা বেগম, রফিকুল ইসলাম, মোস্তা মিয়া, সোবহান আলী, মোন্তা মিয়া, হারেজ আলী, শাহ জামাল, নুর কাশেম বলেন, আমাদের সবার বাড়িতেই পানি। কয়েকজনের ঘরের ভেতরের পানি ঢুকেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছি। অর্ধশতাধিক পরিবার আমরা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছি। যাতায়াতের একমাত্র রাস্তাটি কোমর পানিতে তলিয়ে গেছে।
এলাকাবাসী মল্লিকা বেগম বলেন, ‘ঘরে পানি জমে থাকায় অন্যের বাড়িতে রাত কাটাচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থার না থাকায় পুত্রবধূকে তাঁর পিতার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া যাতায়াতের রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় কষ্ট বেড়েছে।’
এলাকাবাসী নুর আলম জানান, আমার পরিবারের ৫ জন সদস্য। বাচ্চারা খুবই ছোট। ঘরে পানি তাই অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছি।
উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী একান্ত বলেন, ‘পানির জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। ঘরে মধ্যেও পানি।’
এ বিষয়ে পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে দেখা করেছি। পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করা হয়েছে। আশা করি তাদের দুর্ভোগ কমে যাবে। অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
কুড়িগ্রামের উলিপুরে পৌর শহরেই ৬ নম্বর ওয়ার্ড (সদর) মুন্সিপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে তারা এখন ঘর থেকে বের হতে পারছেন না।
এ ছাড়া পৌর শহরের কোটি টাকার একমাত্র গরুর হাট পানিতে তলিয়ে যাওয়ায় হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে এখানে হাট বসে থাকে। । চারদিকে পানি জমে থাকায় নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি কষ্ট করছেন বয়স্ক, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ লোকজনেরা।
সরেজমিনে আজ সোমবার দুপুরে পৌরশহরের মুন্সিপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই পানি জমে আছে।
এলাকাবাসী নুর ইসলাম, কাশেম মিয়া, রানা মিয়া, হান্নান মিয়া, মল্লিকা বেগম, রফিকুল ইসলাম, মোস্তা মিয়া, সোবহান আলী, মোন্তা মিয়া, হারেজ আলী, শাহ জামাল, নুর কাশেম বলেন, আমাদের সবার বাড়িতেই পানি। কয়েকজনের ঘরের ভেতরের পানি ঢুকেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছি। অর্ধশতাধিক পরিবার আমরা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছি। যাতায়াতের একমাত্র রাস্তাটি কোমর পানিতে তলিয়ে গেছে।
এলাকাবাসী মল্লিকা বেগম বলেন, ‘ঘরে পানি জমে থাকায় অন্যের বাড়িতে রাত কাটাচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থার না থাকায় পুত্রবধূকে তাঁর পিতার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া যাতায়াতের রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় কষ্ট বেড়েছে।’
এলাকাবাসী নুর আলম জানান, আমার পরিবারের ৫ জন সদস্য। বাচ্চারা খুবই ছোট। ঘরে পানি তাই অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছি।
উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী একান্ত বলেন, ‘পানির জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। ঘরে মধ্যেও পানি।’
এ বিষয়ে পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে দেখা করেছি। পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করা হয়েছে। আশা করি তাদের দুর্ভোগ কমে যাবে। অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫