Ajker Patrika

ইয়াবা বিক্রির সময় ১২ মামলার আসামি গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫২
ইয়াবা বিক্রির সময় ১২ মামলার আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবা বিক্রির সময় ১২ মামলার পলাতক আসামি মো. লিটন মিয়াকে (২৬) গ্ৰেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের কুটিচন্দ্রখানায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

লিটন ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্ৰামের বাসিন্দা। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন লিটন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৯টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। 

পুলিশ আরও জানায়, লিটনের বিরুদ্ধে ফুলবাড়ীসহ পাশ্ববর্তী লালমনিরহাট ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি, নারী ও শিশু নির্যাতন দমন ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে ২টিসহ ১২টি মামলা রয়েছে। এত দিন তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় লুকিয়ে ছিলেন। 

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটনের বিরুদ্ধে আরও তদন্ত চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত