নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অকেজো হয়ে পড়ে আছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কোটি টাকা ব্যয়ে নির্মিত খাওয়ার পানি সরবরাহ প্রকল্প। এ প্রকল্প থেকে কোনো প্রকার সুবিধা পায়নি সুবিধাভোগী পরিবার। উপরন্তু তালিকাভুক্ত পরিবারগুলোকে প্রকল্পটির সুবিধা নিতে নির্মাণকালে আর্থিক জামানত দিতে হয়েছে।
জানা যায়, গ্রামীণ জনপদের বাড়িতে বাড়িতে নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করার লক্ষ্যে ‘খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ নাগেশ্বরী জোন ২০০৮-২০০৯ অর্থবছরে পানি সরবরাহের জন্য ১ কোটি টাকা ব্যয়ে চারটি স্থাপনা নির্মাণ করে। এসব স্থাপনার মধ্যে নাগেশ্বরী পৌরসভার পশ্চিম নাগেশ্বরী গ্রামে একটি, নেওয়াশী ইউনিয়নের পান্তাবাড়ী গ্রামে একটি, বেরুবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামে একটি ও ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ফুলকুমার গ্রামে একটি রয়েছে। প্রতিটি স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা।
স্থাপনায় রয়েছে ২৫ হাজার লিটার ধারণসম্পন্ন একটি পানির ট্যাংক, পানি তোলার জন্য একটি সাবমারসিবল, একটি পাম্প। একই সঙ্গে গ্রামের অন্তত ১০০ বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির নিচ দিয়ে পাইপ স্থাপন ও পানি সরবরাহ করার সুবিধা রয়েছে। এই প্রকল্পের আওতায় এটি মৌজার কমপক্ষে ২০০ পরিবার বিশুদ্ধ খাওয়ার পানির সুবিধা পাওয়ার কথা থাকলেও নির্মাণের পর থেকে প্রকল্পটি কোনো কাজে আসছে না।
উপজেলার সুবিধাভোগী পরিবারগুলোর অভিযোগ, নির্মাণের পর ১০ থেকে ১৫ দিন পানি সরবরাহ করা হয়। তবে সেই পানি খাওয়ার উপযোগী ছিল না। পরে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে প্রকল্পটি বন্ধ অবস্থায় পড়ে আছে। এখন পানি সরবরাহের সব উপকরণ নষ্ট হয়ে গেছে। আর কেউ প্রকল্পটির তদারক করে না।
নেওয়াশী ইউনিয়নের পান্তাবাড়ী খাওয়ার পানি সরবরাহ প্রকল্পের গ্রাহক শেখ ফরিদ বলেন, নির্মাণের পর ২০১০ সালের জানুয়ারিতে ১০-১২ দিন পানি সরবরাহ করা হয়। তবে সেই পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকায় ব্যবহার ও খাওয়ার উপযোগী ছিল না। পুনরায় ডিপ করে ভালো পানি সরবরাহ করার কথা থাকলেও তা আর করা হয়নি। পরে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। সেই থেকে এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি।
শেখ ফরিদ আরও বলেন, ‘গ্রামের শতাধিক বাড়িতে পানির লাইন দেওয়া ছিল। মাসিক কিছু টাকা নিয়ে পানি সরবরাহের কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়। এখান থেকে আমরা কোনো প্রকার সুবিধা পাইনি।’
একই গ্রামের শোভেয়া বেগম বলেন, ‘প্রকল্পটিতে সরকার যে টাকা খরচ করেছে, সেই টাকায় দুই গ্রামের প্রতিটি বাড়িতে টিউবওয়েল দেওয়া যেত। প্রকল্পটি আমাদের গ্রামবাসীর কোনো কাজে লাগেনি।’
অপর গ্রাহক নাজমুল হোসেন বলেন, পানির লাইন নিতে আমরা পরিবার অনুযায়ী ৪০০ থেকে ৬০০ টাকা জামানত দিয়েছিলাম। সেই টাকারও কোনো হদিস নাই।
খাওয়ার পানি সরবরাহ প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা সেফালী বেগম বলেন, স্থাপনাটি নির্মাণ করতে ২ শতক জমি ও ২০ হাজার টাকা জামানত দিই। বিনিময়ে প্রকল্পটি পরিচালনার দায়িত্ব পাই। তাই প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে।
বাকি তিনটি প্রকল্পের অবস্থা একই। সেগুলোও চালুর পরপরই বন্ধ হয়ে পড়ে আছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাগেশ্বরী জোনের সহকারী প্রকৌশলী খাইরুল বাশার বলেন, খাওয়ার পানি সরবরাহ প্রকল্পটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এটি একটি পাইলট প্রকল্প ছিল। দেশের কয়েকটি জেলায় এ প্রকল্পের সুফল পাওয়া গেলেও এখানে পাওয়া যায়নি। তাই আর নতুন করে স্থাপনা নির্মাণ করা হয়নি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অকেজো হয়ে পড়ে আছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কোটি টাকা ব্যয়ে নির্মিত খাওয়ার পানি সরবরাহ প্রকল্প। এ প্রকল্প থেকে কোনো প্রকার সুবিধা পায়নি সুবিধাভোগী পরিবার। উপরন্তু তালিকাভুক্ত পরিবারগুলোকে প্রকল্পটির সুবিধা নিতে নির্মাণকালে আর্থিক জামানত দিতে হয়েছে।
জানা যায়, গ্রামীণ জনপদের বাড়িতে বাড়িতে নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করার লক্ষ্যে ‘খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ নাগেশ্বরী জোন ২০০৮-২০০৯ অর্থবছরে পানি সরবরাহের জন্য ১ কোটি টাকা ব্যয়ে চারটি স্থাপনা নির্মাণ করে। এসব স্থাপনার মধ্যে নাগেশ্বরী পৌরসভার পশ্চিম নাগেশ্বরী গ্রামে একটি, নেওয়াশী ইউনিয়নের পান্তাবাড়ী গ্রামে একটি, বেরুবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামে একটি ও ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ফুলকুমার গ্রামে একটি রয়েছে। প্রতিটি স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা।
স্থাপনায় রয়েছে ২৫ হাজার লিটার ধারণসম্পন্ন একটি পানির ট্যাংক, পানি তোলার জন্য একটি সাবমারসিবল, একটি পাম্প। একই সঙ্গে গ্রামের অন্তত ১০০ বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির নিচ দিয়ে পাইপ স্থাপন ও পানি সরবরাহ করার সুবিধা রয়েছে। এই প্রকল্পের আওতায় এটি মৌজার কমপক্ষে ২০০ পরিবার বিশুদ্ধ খাওয়ার পানির সুবিধা পাওয়ার কথা থাকলেও নির্মাণের পর থেকে প্রকল্পটি কোনো কাজে আসছে না।
উপজেলার সুবিধাভোগী পরিবারগুলোর অভিযোগ, নির্মাণের পর ১০ থেকে ১৫ দিন পানি সরবরাহ করা হয়। তবে সেই পানি খাওয়ার উপযোগী ছিল না। পরে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে প্রকল্পটি বন্ধ অবস্থায় পড়ে আছে। এখন পানি সরবরাহের সব উপকরণ নষ্ট হয়ে গেছে। আর কেউ প্রকল্পটির তদারক করে না।
নেওয়াশী ইউনিয়নের পান্তাবাড়ী খাওয়ার পানি সরবরাহ প্রকল্পের গ্রাহক শেখ ফরিদ বলেন, নির্মাণের পর ২০১০ সালের জানুয়ারিতে ১০-১২ দিন পানি সরবরাহ করা হয়। তবে সেই পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকায় ব্যবহার ও খাওয়ার উপযোগী ছিল না। পুনরায় ডিপ করে ভালো পানি সরবরাহ করার কথা থাকলেও তা আর করা হয়নি। পরে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। সেই থেকে এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি।
শেখ ফরিদ আরও বলেন, ‘গ্রামের শতাধিক বাড়িতে পানির লাইন দেওয়া ছিল। মাসিক কিছু টাকা নিয়ে পানি সরবরাহের কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়। এখান থেকে আমরা কোনো প্রকার সুবিধা পাইনি।’
একই গ্রামের শোভেয়া বেগম বলেন, ‘প্রকল্পটিতে সরকার যে টাকা খরচ করেছে, সেই টাকায় দুই গ্রামের প্রতিটি বাড়িতে টিউবওয়েল দেওয়া যেত। প্রকল্পটি আমাদের গ্রামবাসীর কোনো কাজে লাগেনি।’
অপর গ্রাহক নাজমুল হোসেন বলেন, পানির লাইন নিতে আমরা পরিবার অনুযায়ী ৪০০ থেকে ৬০০ টাকা জামানত দিয়েছিলাম। সেই টাকারও কোনো হদিস নাই।
খাওয়ার পানি সরবরাহ প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা সেফালী বেগম বলেন, স্থাপনাটি নির্মাণ করতে ২ শতক জমি ও ২০ হাজার টাকা জামানত দিই। বিনিময়ে প্রকল্পটি পরিচালনার দায়িত্ব পাই। তাই প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে।
বাকি তিনটি প্রকল্পের অবস্থা একই। সেগুলোও চালুর পরপরই বন্ধ হয়ে পড়ে আছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাগেশ্বরী জোনের সহকারী প্রকৌশলী খাইরুল বাশার বলেন, খাওয়ার পানি সরবরাহ প্রকল্পটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এটি একটি পাইলট প্রকল্প ছিল। দেশের কয়েকটি জেলায় এ প্রকল্পের সুফল পাওয়া গেলেও এখানে পাওয়া যায়নি। তাই আর নতুন করে স্থাপনা নির্মাণ করা হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে