Ajker Patrika

ফুলবাড়ীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলবাড়ীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একরামুল হক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আছিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত একরামুল ট্রাক্টরের চালক ছিলেন। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশ থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল। ট্রাক্টরটি আছিয়ার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের চাকার বেয়ারিং ভেঙে যায়। এ সময় চালক একরামুল ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন। 

চাকা খোলার একপর্যায়ে জগ থেকে পিছলে ট্রাক্টরটি তাঁর ওপর পড়ে। আশপাশের লোকজন চেষ্টা করেও তাঁকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে পানি। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত