কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকটসহ নানা সমস্যা নিয়ে পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, ওষুধ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, কুলিয়ারচর উপজেলাতে ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৭টি ক্লিনিক থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ টি, মধ্য ঝুঁকিপূর্ণ ৫টি ও নিম্ন ঝুঁকিপূর্ণ ২টি ক্লিনিকসহ মোট ১০টি ক্লিনিক রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) নেই ৪টি ক্লিনিকে।
দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করার কথা থাকলেও কুলিয়ারচরের মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে উপজেলার কিছু ক্লিনিক ঘুরে দেখা গেছে, ক্লিনিকে নেই জরাজীর্ণ ভবন, সিএইচসিপি। এ ছাড়া কিছু ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়মিত আসেন না। আবার কোনো কোনো ক্লিনিকে স্বাস্থ্যকর্মী এলেও তাড়াতাড়ি চলে যান। উছমানপুর, কাপাসাটিয়া, মহরউদ্দিন কমিউনিটি ক্লিনিকগুলো চালুর অপেক্ষায় থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক থাকে আধা বন্ধ, আধা চালু। এ ক্লিনিকে সপ্তাহে ১ দিন স্বাস্থ্য কর্মকর্তা এসে চিকিৎসা সেবা দেন।
সিএইচসিপি আল মামুন শ্রাবণ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে সিএইচসিপি না থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক ও কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিকে বেশি সমস্যা হচ্ছে। আমরা এ সকল কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওই সকল ওষুধ দিয়ে জনসাধারণের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের সেবাও দেওয়া হচ্ছে।
জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকটসহ নানা সমস্যা নিয়ে পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, ওষুধ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, কুলিয়ারচর উপজেলাতে ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৭টি ক্লিনিক থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ টি, মধ্য ঝুঁকিপূর্ণ ৫টি ও নিম্ন ঝুঁকিপূর্ণ ২টি ক্লিনিকসহ মোট ১০টি ক্লিনিক রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) নেই ৪টি ক্লিনিকে।
দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করার কথা থাকলেও কুলিয়ারচরের মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে উপজেলার কিছু ক্লিনিক ঘুরে দেখা গেছে, ক্লিনিকে নেই জরাজীর্ণ ভবন, সিএইচসিপি। এ ছাড়া কিছু ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়মিত আসেন না। আবার কোনো কোনো ক্লিনিকে স্বাস্থ্যকর্মী এলেও তাড়াতাড়ি চলে যান। উছমানপুর, কাপাসাটিয়া, মহরউদ্দিন কমিউনিটি ক্লিনিকগুলো চালুর অপেক্ষায় থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক থাকে আধা বন্ধ, আধা চালু। এ ক্লিনিকে সপ্তাহে ১ দিন স্বাস্থ্য কর্মকর্তা এসে চিকিৎসা সেবা দেন।
সিএইচসিপি আল মামুন শ্রাবণ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে সিএইচসিপি না থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক ও কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিকে বেশি সমস্যা হচ্ছে। আমরা এ সকল কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওই সকল ওষুধ দিয়ে জনসাধারণের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের সেবাও দেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে