নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামীকাল সোমবার। পরিবার, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শেষ সময়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া।
গত বৃহস্পতিবার অফিস শেষ হওয়ার পর শুরু হয় যাত্রীদের চাপ। তবে গতকাল শনিবার গার্মেন্টস ছুটি হওয়ায় কারণে যাত্রীর চাপ আরও বেড়েছে। ফলে শেষ সময়ে টিকিট সরবরাহ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে পরিচিত পরিবহনগুলোর। আজ রোববার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এসে এমন চিত্র পাওয়া গেছে।
সকাল থেকেই টার্মিনালটিতে যাত্রীর ভিড় লক্ষ করা যায়। যারা আগে টিকিট কেটেছে, তারা অপেক্ষা করছে বাসের। অন্যদিকে সরাসরি কাউন্টারে এসেও টিকিট কাটছে অনেকে। মহাখালীতে ভিড় দেখা গেছে ময়মনসিংহগামী যাত্রীদের। এ ছাড়া ঢাকা থেকে কম দূরত্বের জেলাগুলোর কাউন্টারেও ভিড় আছে। কিশোরগঞ্জ, জামালপুর জেলার যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনালে একই রুটের বিভিন্ন পরিবহন থাকলেও সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে এনা পরিবহনের কাউন্টারে। রীতিমতো লাইন ধরে টিকিট কাটছে যাত্রীরা। তাদের ভাষ্য, সেবার মান ও দ্রুত সময়ে পৌঁছানোর জন্যই এনা পরিবহনে যাত্রা করা।
এদিকে মহাখালীতে শুধু এনা পরিবহনে সঠিক ভাড়া রাখা হচ্ছে ৷ অন্য পরিবহনগুলোতে ভাড়া বেশি রাখার অভিযোগ রয়েছে। ময়মনসিংহগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, ‘যাত্রাপথে এনা পরিবহনে বাড়তি কোনো ঝামেলা নেই। তাই লাইন ধরে হলেও টিকিট কিনছি।’
মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের দুটি কাউন্টার আছে। দুটি কাউন্টারেই সকাল ও দুপুরের টিকিট শেষ। ফলে এখন যারা টিকিট কিনছে, তাদের বাসে চড়ার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়াই রাখছে পরিবহনটি। ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া ৩২০ টাকা, হবিগঞ্জের ভাড়া ৪৬০ টাকা, মৌলভীবাজারের ভাড়া ৫৭০ টাকা ও সুনামগঞ্জের ভাড়া রাখা হচ্ছে ৮০০ টাকা।
এনার কাউন্টার ম্যানেজার রফিকুল জানান, ‘আজ যাত্রীর চাপ বেশি। এরই মধ্যে সব টিকিট শেষ। এখন বিকেল, সন্ধ্যা, রাতের টিকিট বিক্রি হচ্ছে।’
এনা পরিবহন ছাড়া অন্যান্য পরিবহনগুলোতে এত বেশি যাত্রী চাপ লক্ষ করা যায়নি। ক্ষেত্রবিশেষে অনেকেই যাত্রীর জন্য হাঁকডাক করছেন। একেকটা বাস পূর্ণ হতেই তা গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে ময়মনসিংহের বাস ভাড়া ৩২০ টাকা হলেও একই রুটের অন্যান্য বাসে ভাড়া চাইছে ৪০০ থেকে ৪৫০ টাকা। বিশেষত ইমাম, সৌখিন, আলম, এশিয়া বাসে এই বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা বেশি। ময়মনসিংহগামী যাত্রী নূরনবী প্রথমে চেষ্টা করেছিলেন এনা পরিবহনের টিকিট কাটতে। কিন্তু সকাল ও দুপুরের কোনো টিকিট না পেয়ে তিনি অন্যান্য পরিবহনে যাওয়ার চেষ্টা করেন। তবে দেখতে পান, নির্ধারিত ভাড়ার চাইতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে অন্যান্য পরিবহনে।
ঢাকার মহাখালী টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘ঈদে বাসের ভাড়া দিতে হবে শেষ গন্তব্য পর্যন্ত’—এমন নিয়মে আটকে গেছে যাত্রীরা। এতে ফেনীর যাত্রীকে দিতে হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া। আবার নাটোরের যাত্রীর ক্ষেত্রে তা বগুড়া পর্যন্ত। এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা যুক্তি দিয়েছেন, ঈদের সময় বাস যাত্রী নিয়ে গেলে ফাঁকা আসবে তাই শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।
সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামীকাল সোমবার। পরিবার, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শেষ সময়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া।
গত বৃহস্পতিবার অফিস শেষ হওয়ার পর শুরু হয় যাত্রীদের চাপ। তবে গতকাল শনিবার গার্মেন্টস ছুটি হওয়ায় কারণে যাত্রীর চাপ আরও বেড়েছে। ফলে শেষ সময়ে টিকিট সরবরাহ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে পরিচিত পরিবহনগুলোর। আজ রোববার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এসে এমন চিত্র পাওয়া গেছে।
সকাল থেকেই টার্মিনালটিতে যাত্রীর ভিড় লক্ষ করা যায়। যারা আগে টিকিট কেটেছে, তারা অপেক্ষা করছে বাসের। অন্যদিকে সরাসরি কাউন্টারে এসেও টিকিট কাটছে অনেকে। মহাখালীতে ভিড় দেখা গেছে ময়মনসিংহগামী যাত্রীদের। এ ছাড়া ঢাকা থেকে কম দূরত্বের জেলাগুলোর কাউন্টারেও ভিড় আছে। কিশোরগঞ্জ, জামালপুর জেলার যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনালে একই রুটের বিভিন্ন পরিবহন থাকলেও সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে এনা পরিবহনের কাউন্টারে। রীতিমতো লাইন ধরে টিকিট কাটছে যাত্রীরা। তাদের ভাষ্য, সেবার মান ও দ্রুত সময়ে পৌঁছানোর জন্যই এনা পরিবহনে যাত্রা করা।
এদিকে মহাখালীতে শুধু এনা পরিবহনে সঠিক ভাড়া রাখা হচ্ছে ৷ অন্য পরিবহনগুলোতে ভাড়া বেশি রাখার অভিযোগ রয়েছে। ময়মনসিংহগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, ‘যাত্রাপথে এনা পরিবহনে বাড়তি কোনো ঝামেলা নেই। তাই লাইন ধরে হলেও টিকিট কিনছি।’
মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের দুটি কাউন্টার আছে। দুটি কাউন্টারেই সকাল ও দুপুরের টিকিট শেষ। ফলে এখন যারা টিকিট কিনছে, তাদের বাসে চড়ার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়াই রাখছে পরিবহনটি। ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া ৩২০ টাকা, হবিগঞ্জের ভাড়া ৪৬০ টাকা, মৌলভীবাজারের ভাড়া ৫৭০ টাকা ও সুনামগঞ্জের ভাড়া রাখা হচ্ছে ৮০০ টাকা।
এনার কাউন্টার ম্যানেজার রফিকুল জানান, ‘আজ যাত্রীর চাপ বেশি। এরই মধ্যে সব টিকিট শেষ। এখন বিকেল, সন্ধ্যা, রাতের টিকিট বিক্রি হচ্ছে।’
এনা পরিবহন ছাড়া অন্যান্য পরিবহনগুলোতে এত বেশি যাত্রী চাপ লক্ষ করা যায়নি। ক্ষেত্রবিশেষে অনেকেই যাত্রীর জন্য হাঁকডাক করছেন। একেকটা বাস পূর্ণ হতেই তা গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে ময়মনসিংহের বাস ভাড়া ৩২০ টাকা হলেও একই রুটের অন্যান্য বাসে ভাড়া চাইছে ৪০০ থেকে ৪৫০ টাকা। বিশেষত ইমাম, সৌখিন, আলম, এশিয়া বাসে এই বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা বেশি। ময়মনসিংহগামী যাত্রী নূরনবী প্রথমে চেষ্টা করেছিলেন এনা পরিবহনের টিকিট কাটতে। কিন্তু সকাল ও দুপুরের কোনো টিকিট না পেয়ে তিনি অন্যান্য পরিবহনে যাওয়ার চেষ্টা করেন। তবে দেখতে পান, নির্ধারিত ভাড়ার চাইতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে অন্যান্য পরিবহনে।
ঢাকার মহাখালী টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘ঈদে বাসের ভাড়া দিতে হবে শেষ গন্তব্য পর্যন্ত’—এমন নিয়মে আটকে গেছে যাত্রীরা। এতে ফেনীর যাত্রীকে দিতে হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া। আবার নাটোরের যাত্রীর ক্ষেত্রে তা বগুড়া পর্যন্ত। এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা যুক্তি দিয়েছেন, ঈদের সময় বাস যাত্রী নিয়ে গেলে ফাঁকা আসবে তাই শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে