কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় আন্দোলনকারীদর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এদিকে শহরের পুরোনো থানা এলাকা থেকে শুরু করে স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়কের দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
বেলা ১১টার দিকে শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল গৌরাঙ্গ বাজারে এসে আন্দোলনকারীদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। বেলা ১১টা ১০ মিনিটের দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়ক নিজেদের নিয়ন্ত্রণ নেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, ভাঙচুর এবং কার্যালয়ের সামনে থাকা ৫-৬টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় সড়ক দখলে রেখে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর শহরের খরমপট্টি এলাকার বাসায় আগুন দেওয়া ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। অন্যদিকে স্টেশন রোড থেকে গৌরাঙ্গবাজার পর্যন্ত পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করো।
শহরের পুরান থানা এলাকায় দুপুর ১২টার দিকে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
বেলা ১টা বেজে ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত গৌরাঙ্গবাজার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এ ছাড়া আন্দোলনকারীদের দখলে ছিল প্রধান প্রধান কয়েকটি সড়ক। সড়কে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহরের প্রায় সব সড়কে অবস্থান নেওয়ায় জেলা শহর একরকম অচল হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জ্বলছিল আওয়ামী লীগ অফিস।
এখন পর্যন্ত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিয়েছেন।
কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় আন্দোলনকারীদর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এদিকে শহরের পুরোনো থানা এলাকা থেকে শুরু করে স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়কের দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
বেলা ১১টার দিকে শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল গৌরাঙ্গ বাজারে এসে আন্দোলনকারীদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। বেলা ১১টা ১০ মিনিটের দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়ক নিজেদের নিয়ন্ত্রণ নেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, ভাঙচুর এবং কার্যালয়ের সামনে থাকা ৫-৬টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় সড়ক দখলে রেখে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর শহরের খরমপট্টি এলাকার বাসায় আগুন দেওয়া ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। অন্যদিকে স্টেশন রোড থেকে গৌরাঙ্গবাজার পর্যন্ত পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করো।
শহরের পুরান থানা এলাকায় দুপুর ১২টার দিকে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
বেলা ১টা বেজে ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত গৌরাঙ্গবাজার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এ ছাড়া আন্দোলনকারীদের দখলে ছিল প্রধান প্রধান কয়েকটি সড়ক। সড়কে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহরের প্রায় সব সড়কে অবস্থান নেওয়ায় জেলা শহর একরকম অচল হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জ্বলছিল আওয়ামী লীগ অফিস।
এখন পর্যন্ত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫