Ajker Patrika

নিখোঁজের পরদিন ধানখেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ, প্রতিনিধি
নিখোঁজের পরদিন ধানখেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ধানখেত থেকে মো. রাসেল নামের একজন অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরের গাইটাল মুকসেদপুর বড়পুল এলাকায় একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহত রাসেল কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের কাতিয়ারচর গ্রামের নূর ইসলামের ছেলে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর তিনি রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে রাস্তার পাশে ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। 

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত