কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের রহস্যজনকভাবে অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কর্মকর্তা-কর্মচারীরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক সৌমিক জামান খান, কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, হোসনা আক্তার, মেরিনা, সুকান্ত ও নিরাপত্তাকর্মী কামাল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ ছয়জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এখনো কিছু বলতে পারছি না, ব্যাংকে কর্মরত সবাই একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সুস্থ হলে বিস্তারিত বলা যাবে।’
ওসি বলেন, ‘এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, সেনাবাহিনীর টিম আছে, আমরা সবাই সম্মিলিতভাবে পর্যবেক্ষণ করছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ব্যাংকে কর্মরত যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁরা সুস্থ হলে সবকিছু জানা যাবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, কুলিয়ারচরের থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখাটির অবস্থান। তিন বছর ধরে সেখান থেকে শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয়জন। বেলা ১টার দিকে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান, প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও নিজ নিজ অবস্থানে পড়ে ছিলেন। তাঁরা সবাই বমি করছিলেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখে, ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয়জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ছয়জনই জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংকের ব্যবস্থাপক সৌমিক জামান খান বলেন, ‘হঠাৎ মাথা ঘুরিয়ে একজন একজন করে পড়ে যাই। পরে আর কিছু বলতে পারি না। বেলা ১টার দিকে এমন হয়। আমরা কিছু খাইনি বা কেউ কোনো স্প্রেও করেনি।’
ব্যাংকের স্টাফ মোস্তফা বলেন, ‘সকালে অফিসে আসার পর গন্ধ পাই। পরে টিকতে না পেরে একটু বাইরে যাই। কিছুক্ষণ পরে অফিস ঢুকলে একজন মহিলা স্টাফ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে মোবাইল নিয়ে ওই মহিলার বাড়িতে ফোন দিতে গেলে আমিও অজ্ঞান হয়ে পড়ি। পরে আর কিছু বলতে পারি না।’
নিরাপত্তাকর্মী কামাল হোসেন বলেন, ঢাকা অফিস থেকে সিসিটিভি নিয়ন্ত্রণ করে। কোনো কিছু ঘটে থাকলে তা সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেন, দুজনের মধ্যে ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। হাসপাতালে আনার পর দুজনই বমি করেন। তাঁদের ধারণা, বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাঁদের অচেতন করা হয়েছে।
জানতে চাইলে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টা থেকে ১টার মধ্যে অজ্ঞানের এ ঘটনা ঘটেছে। প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়।
‘তিনি বলেন, ‘জেনারেটর থেকে গ্যাস বের হওয়ার কারণে এমনটা হয়েছে। ব্যাংকের ভোল্ট ও ক্যাশবাক্স থেকে কোনো টাকা লুট হয়নি। ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে।
আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে, তা ব্যাংকের যাঁরা অসুস্থ, তাঁরা সুস্থ হলে তদন্ত সাপেক্ষে সবকিছু জানা যাবে।‘
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার বলেন, ব্যাংকের ভেতরে কেমিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ রয়েছে। যাঁরা সেখানে যাচ্ছেন, তাঁদেরই মাথা ঘুরছে। গার্ডদের কাছ থেকে পুলিশ জানতে পারে, সকালে দুজন কাস্টমার এসে কাজ শেষে চলে যান। এরপর অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে।
মাহমুদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু লক করে দিয়েছি। ব্যাংকের যাঁরা অসুস্থ, তাঁরা সুস্থ হলে সবকিছু জানা যাবে।’
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে এবং অসুস্থ ব্যক্তিরা সুস্থ হলে আশা করি প্রকৃত কারণ বের হবে।
আরও খবর পড়ুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের রহস্যজনকভাবে অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কর্মকর্তা-কর্মচারীরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক সৌমিক জামান খান, কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, হোসনা আক্তার, মেরিনা, সুকান্ত ও নিরাপত্তাকর্মী কামাল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ ছয়জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এখনো কিছু বলতে পারছি না, ব্যাংকে কর্মরত সবাই একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সুস্থ হলে বিস্তারিত বলা যাবে।’
ওসি বলেন, ‘এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, সেনাবাহিনীর টিম আছে, আমরা সবাই সম্মিলিতভাবে পর্যবেক্ষণ করছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ব্যাংকে কর্মরত যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁরা সুস্থ হলে সবকিছু জানা যাবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, কুলিয়ারচরের থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখাটির অবস্থান। তিন বছর ধরে সেখান থেকে শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয়জন। বেলা ১টার দিকে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান, প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও নিজ নিজ অবস্থানে পড়ে ছিলেন। তাঁরা সবাই বমি করছিলেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখে, ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয়জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ছয়জনই জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংকের ব্যবস্থাপক সৌমিক জামান খান বলেন, ‘হঠাৎ মাথা ঘুরিয়ে একজন একজন করে পড়ে যাই। পরে আর কিছু বলতে পারি না। বেলা ১টার দিকে এমন হয়। আমরা কিছু খাইনি বা কেউ কোনো স্প্রেও করেনি।’
ব্যাংকের স্টাফ মোস্তফা বলেন, ‘সকালে অফিসে আসার পর গন্ধ পাই। পরে টিকতে না পেরে একটু বাইরে যাই। কিছুক্ষণ পরে অফিস ঢুকলে একজন মহিলা স্টাফ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে মোবাইল নিয়ে ওই মহিলার বাড়িতে ফোন দিতে গেলে আমিও অজ্ঞান হয়ে পড়ি। পরে আর কিছু বলতে পারি না।’
নিরাপত্তাকর্মী কামাল হোসেন বলেন, ঢাকা অফিস থেকে সিসিটিভি নিয়ন্ত্রণ করে। কোনো কিছু ঘটে থাকলে তা সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেন, দুজনের মধ্যে ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। হাসপাতালে আনার পর দুজনই বমি করেন। তাঁদের ধারণা, বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাঁদের অচেতন করা হয়েছে।
জানতে চাইলে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টা থেকে ১টার মধ্যে অজ্ঞানের এ ঘটনা ঘটেছে। প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়।
‘তিনি বলেন, ‘জেনারেটর থেকে গ্যাস বের হওয়ার কারণে এমনটা হয়েছে। ব্যাংকের ভোল্ট ও ক্যাশবাক্স থেকে কোনো টাকা লুট হয়নি। ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে।
আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে, তা ব্যাংকের যাঁরা অসুস্থ, তাঁরা সুস্থ হলে তদন্ত সাপেক্ষে সবকিছু জানা যাবে।‘
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার বলেন, ব্যাংকের ভেতরে কেমিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ রয়েছে। যাঁরা সেখানে যাচ্ছেন, তাঁদেরই মাথা ঘুরছে। গার্ডদের কাছ থেকে পুলিশ জানতে পারে, সকালে দুজন কাস্টমার এসে কাজ শেষে চলে যান। এরপর অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে।
মাহমুদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু লক করে দিয়েছি। ব্যাংকের যাঁরা অসুস্থ, তাঁরা সুস্থ হলে সবকিছু জানা যাবে।’
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে এবং অসুস্থ ব্যক্তিরা সুস্থ হলে আশা করি প্রকৃত কারণ বের হবে।
আরও খবর পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে