Ajker Patrika

অসচ্ছল ব্যক্তির ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২২: ০৯
বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার বিকেলে। ছবি: সংগৃহীত
বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার বিকেলে। ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে। অসচ্ছল ব্যক্তির ছেলেমেয়েদের শিক্ষার সুবিধার্থে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

আজ শুক্রবার বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক খুলনা জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, উপাসনালয়কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা হলো আদি ঐতিহ্য। আদিকাল থেকে আধুনিক কাল পর্যন্ত উপাসনালয় অঙ্গনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে সরকার সুনামগঞ্জের তাহেরপুরে সরকারি ব্যয়ে মন্দির ও স্নানঘাট নির্মাণ করে দিয়েছে। অসচ্ছল মন্দিরে আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মন্দিরে সোলারপ্যানেল বসানোর পরামর্শ দেন উপদেষ্টা।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম—ষষ্ঠ পর্যায়ের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ ও খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন মন্দিরভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম—ষষ্ঠ পর্যায়ের খুলনা জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদার।

কর্মশালায় খুলনা জেলার ৯টি উপজেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষার ২৯০ জন শিক্ষক অংশ নেন। মন্দিরভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম—ষষ্ঠ পর্যায়ের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

সন্ধ্যায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা যশোরের বাঘারপাড়া উপজেলার জাপছাড়িয়া মডেল মাদ্রাসা পরিদর্শন ও ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত