খুলনা প্রতিনিধি
খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষোভের মুখে আসলাম হোসেন সেন্টু নামের একজনকে আটক করেছে পুলিশ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেল স্টেশনের মাস্টারকে অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
ভিডিওতে দেখা যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখা, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রেলস্টেশনের অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা। এ সময় তাঁদেরকে নানা স্লোগান দিতে দেখা যায়। এদিকে প্রায় একই সময় নগরীর বয়রাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্ক্রিনেও একই ধরনের ভিডিও ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রেলস্টেশনের প্রবেশপথের ডিসপ্লেতে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষের নানা স্লোগান প্রদর্শিত হতে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে প্রদর্শিত হয় এসব স্লোগান। ঘটনাটি সেখানে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষের চোখে ধরা পড়লে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দ্রুত আশপাশ এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে খুলনা মহানগর বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
তাঁরা বলেন, একটি সরকারি সেবা প্রতিষ্ঠানের প্রধান ফটকে এ ধরনের উসকানিমূলক স্লোগান প্রদর্শন করার পেছনে স্টেশনের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত।
এদিকে বিক্ষোভের মুখে পরবর্তীতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর সিমেট্রি রোডের ত্রিপোলি সাইন নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টুকে আটক করে।
জিআরপি থানার ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রোলিংয়ে বাজে একটা লেখা আসছে। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আসলাম হোসেন সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে রাখে। আমরা এখানে এসে তাঁকে হেফাজতে নিয়েছি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষোভের মুখে আসলাম হোসেন সেন্টু নামের একজনকে আটক করেছে পুলিশ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেল স্টেশনের মাস্টারকে অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
ভিডিওতে দেখা যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখা, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রেলস্টেশনের অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা। এ সময় তাঁদেরকে নানা স্লোগান দিতে দেখা যায়। এদিকে প্রায় একই সময় নগরীর বয়রাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্ক্রিনেও একই ধরনের ভিডিও ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রেলস্টেশনের প্রবেশপথের ডিসপ্লেতে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষের নানা স্লোগান প্রদর্শিত হতে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে প্রদর্শিত হয় এসব স্লোগান। ঘটনাটি সেখানে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষের চোখে ধরা পড়লে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দ্রুত আশপাশ এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে খুলনা মহানগর বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
তাঁরা বলেন, একটি সরকারি সেবা প্রতিষ্ঠানের প্রধান ফটকে এ ধরনের উসকানিমূলক স্লোগান প্রদর্শন করার পেছনে স্টেশনের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত।
এদিকে বিক্ষোভের মুখে পরবর্তীতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর সিমেট্রি রোডের ত্রিপোলি সাইন নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টুকে আটক করে।
জিআরপি থানার ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রোলিংয়ে বাজে একটা লেখা আসছে। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আসলাম হোসেন সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে রাখে। আমরা এখানে এসে তাঁকে হেফাজতে নিয়েছি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে