Ajker Patrika

খুলনায় মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে রনি হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

খুলনা প্রতিনিধি
খুলনায় মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে রনি হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

খুলনা নগরীতে রনি সরদার হত্যা মামলার প্রধান আসামি মো. মিজান হাওলাদার ওরফে বস মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা-পুলিশের সহায়তায় তাঁর শ্বশুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলনা পুলিশ। 

আজ শুক্রবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, বস মিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাসা থেকে একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১টি মামলা রয়েছে। 

এর আগে, ২৮ মে সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশে ৭–৮ জনের একটি দল রনি সরদারকে গুলি করে হত্যা করে। রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছিল রনি ও গ্রেপ্তার সবাই মাদক কারবারি। তাঁরা মাদক কারবার ও টাকার ভাগাভাগি নিয়ে রনিকে ডেকে আনে। পরে তাকে মারধর ও কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে ২৯ মে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত পরিচয় আরও ৫–৬ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত